নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
বিজেপি নয় দলেরই সহকর্মীদের হাতে নিগৃহীত হল মাথাভাঙ্গার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আরুনাভ গুহ। সোমবার দলের জেলা ও রাজ্য নেতৃত্ব সাথে কথা বলার সময় মাথাভাঙ্গার শহরে তৃণমূল কার্যালয়ে তাকে হেনস্থা করে দলেরই কর্মী সমর্থকরা।
যদিও এই ঘটনার কথা নিয়ে মুখ খুলতে চাননি আরুনাভ বাবু।এদিন কোচবিহার জেলার শীতলখুচি দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পথে জটামারি বিক্ষোভের মুখে পরে তৃণমূলের প্রতিনিধি দল।এই দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।শীতলখুচি যাওয়ার পথে বাঁধা পেয়ে এই দলটি মাথাভাঙ্গায় শহরে ফিরে আসে।
আরও পড়ুনঃ তৃণমূল না করায় জঙ্গলে এনে মারধর যুবককে
এর পর দলীয় কার্যালয়ে একটি বৈঠকের প্রস্তুতিতে নামে তৃণমূল নেতৃত্ব। এই সময় তৃনমূলের যুব নেতা আরুনাভ গুহ সুব্রত বক্সির সাথে কথা বলতে গেলে সেই সময় তার উপর চড়াও হয়ে কিল,চর,ঘুষি মারে দলেরই কিছু কর্মী।ঘটনাকে এড়িয়ে সেই সময় গাড়িতে উঠে চলে যান দলের নেতারা।মিহির গোস্বামী, বিনয় কৃষ্ণ বর্মণ, সুব্রত বক্সি মতো তৃণমূল নেতা দের সামনেই এই ঘটনা ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584