নীট পরীক্ষার যোগ্য করে তুলতে আশাবাদী জেড অ্যাকাডেমি

0
391

নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদঃ

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পড়াশোনার সময় অনেকেই স্বপ্ন দেখি ভবিষ্যতে ডাক্তার হওয়ার। অনেকেরই সেই ইচ্ছা পূরণ হয় আবার অনেকেরই হয় না।

zed academy Optimistic to better on exam | newsfront.co
প্রতীকী চিত্র

বিশেষত গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের হতাশ হতে হয় অনেকক্ষেত্রেই। এর জন্য শুধুমাত্র মেধাগত পার্থক্যই প্রধান কারণ নয়। তথ্য বলছে যথাযথ ‘গাইড’ পেয়ে প্রত্যন্ত অঞ্চলের অনেকেই সর্বভারতীয় পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। কিন্ত সীমিত সুযোগের কারণে অনেক প্রতিভা অকালে হারিয়ে যাচ্ছে।

গ্রামাঞ্চলের সেই সমস্ত সুপ্ত প্রতিভাকে যথাযথভাবে তৈরি করে সর্বভারতীয় নীট পরীক্ষার যোগ্য করে তুলতে লঞ্চ হতে চলেছে ‘জেড অ্যাকাডেমি’র টার্গেট-40 (G.N.K. Educational & Social Welfare society এর তত্ত্বাবধানে)।

zed academy Optimistic to better on exam | newsfront.co
জেড অ্যাকাডেমি সংক্রান্ত কিছু তথ্য। ছবিঃ প্রতিবেদক

টার্গেট-40 এমন একটি প্রকল্প যেখানে মাধ্যমিকের আগেই মেধার ভিত্তিতে 40 জনকে বেছে নেওয়া হবে। উচ্চমাধ্যমিকের পাশাপাশি তৈরি করা হবে নীট এর জন্য।

আধুনিক সুযোগ-সুবিধাসহ সম্পুর্ণ আবাসিক এই প্রকল্পে সাতদিন ২৪ ঘন্টা নজরদারি ব্যবস্থা থাকবে। দুস্থ পরীক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ স্কলারশিপ এর ব্যবস্থা। পাশাপাশি কঠোর পরিশ্রম শিক্ষার্থীকে পৌঁছে দেবে কাঙ্খিত লক্ষ্যে। বিশ্বাস, আস্থা এবং পরিশ্রমই স্বপ্ন পূরণ করবে।

zed academy Optimistic to better on exam | newsfront.co
জেড অ্যাকাডেমি সংক্রান্ত কিছু তথ্য। ছবিঃ প্রতিবেদক

জেড অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা এবং সিইও এম এ জামান জানান, সামগ্রিকভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন অনেক শিক্ষার্থী আছে যারা জীবনের বৃহত্তর উচ্চতায় পৌঁছানোর জন্য সমস্ত প্রয়োজনীয় গুণাবলীর অধিকারী।

তবুও সঠিক গাইডেন্স এর অভাবে সফল হতে ব্যর্থ হন। আমি এই ধরনের প্রতিভার সম্ভাবনাগুলির জন্য অপেক্ষা করছি, যারা তাদের ভবিষ্যতের রূপদানের দুর্দান্ত সম্ভাবনা নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ পৃথক যক্ষ্মা বিভাগের উদ্বোধন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে

তিনি আরও বলেন, আমরা একটি দল হিসাবে বিশ্বাস করি যে আমরা যদি আন্তরিকতা এবং আবেগের সাথে সম্মিলিতভাবে কাজ করি তবে জীবনের কিছুই অসম্ভব নয়।

কঠোর পরিশ্রমের সাথে জেড অ্যাকাডেমিতে আমরা ২০১৯ সালে দশম শ্রেণির প্রায় 40 জন মেধাবী শিক্ষার্থী নির্বাচন করতে চলছি। তারা যাতে নীট পরীক্ষায় সফল হয়, তাই আবাসিক সুবিধাসহ তাদের জন্য এই সংস্থা ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীরা যাতে ভারতের ভাল মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে পারে। এটিই আমাদের প্রথম পদক্ষেপ।

যদিও আমরা চাইব পরবর্তীকালে ছাত্রছাত্রীদের জেইই এর মাধ্যমে ভাল ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বাছাই করা যায়। পাশাপাশি আমরা একটি মাধ্যমিক আবাসিক/ ডে বোর্ডিং স্কুল অদূর ভবিষ্যতে আমাদের বিদ্যমান নার্সারী-কাম-প্রাথমিক বিদ্যালয় (লিটল ফ্লাওয়ার স্কুল– ডাইস কোড: 19070612203) প্রসারণ করার পরিকল্পনা করছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here