নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
বেঙ্গল রেপার্টরি আয়োজিত নাট্যধারা চলতি বছর তৃতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে।
আরও পড়ুনঃ দেশ-বিদেশ ঘুরে শহরে মুক্তি পেল ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’
বোলপুর শান্তিনিকেতন থেকে অনতিদূরে তেপান্তর নাট্যগ্রামে আগামী ২৮শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ বিভিন্ন নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি প্রদর্শিত হবে যথাক্রমে চিদাকাশ কলালয় প্রযোজিত ‘পদ্ম প্রভৃতকম’, বীরভূম সংস্কৃতি বাহিনী লাভপুর- এর ‘বেহুলা লখিন্দর পালা’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার-এর প্রযোজনায় ‘ঘরে ফেরার গান’, এবং আমরা প্রযোজিত ‘ম্যাকবেথ’ ও থিয়েটার শাইন- এর ‘তোমার ডাকে’।
বেঙ্গল রেপার্টরি নাট্যগোষ্ঠীর সম্পাদক ঋক অমৃতের কথায়- “আমাদের নাটক মঞ্চস্থ করার একটি নিওক্ল্যাসিক্যাল আবেদন রয়েছে এবং আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মের যে সমস্ত নাট্য পরিচালকেরা ধ্রুপদী এবং এই ঘরানার নাটকের ওপর কাজ করছেন তাঁদের কাজ দর্শকের সামনে নিয়ে আসা।
তবে এবার সনাতন ও আধুনিকের মিশেলেই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
কিন্তু তথাকথিত কলকাতার নাট্যদল হওয়া সত্ত্বেও আমরা শহুরে প্রসেনিয়াম মঞ্চ প্রথা ভেঙে প্রকৃতির কোলে নাটক প্রদর্শন করতে যাচ্ছি কারণ আমরা নতুন দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাই ৷
এবং আমরাই প্রথম নাট্যদল যারা পশ্চিমবঙ্গে ‘ডেস্টিনেশন থিয়েটার ফেস্টিভ্যাল’ নিয়ে কাজ করছি। আমরা চাই দর্শক এই তিন দিন শুধুমাত্র নাট্যযাপনের মধ্যে দিয়ে কাটান।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584