মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার কবলে ভারত। যতদিন যাচ্ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। পঞ্চ দফার লকডাউনে বিধিনিয়ম কিছুটা শিথিল হলেও এখনও বন্ধ সিনেমা হল ও থিয়েটার। জুন মাসে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই সিনেমা হল খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাই অন্তত পক্ষে আগামী ২৭দিন তালাবন্ধই থাকছে দেশের সমস্ত মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন থিয়েটার।
মার্চ মাসে দেশে লকডাউন শুরুর আগেই থিয়েটার বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল সরকার। কোভিড-১৯-এর জেরে বিনোদন জগতের নানান সমস্যা নিয়ে এদিন সুদীর্ঘ আলোচনা হয়। প্রোডাকশন বিষয়ক কাজ শুরুর ব্যাপারে ইতিমধ্যেই একটি সার্বিক নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে।
আরও পড়ুনঃ ‘রিমুভ চায়না অ্যাপস’-কেই রিমুভ করল গুগল প্লে স্টোর
জাভড়েকর জানান, দেশে প্রায় ৯ হাজার ৫০০ সিনেমাহল রয়েছে যা প্রতিদিন শুধুমাত্র সিনেমার টিকিট বিক্রি করে ৩০ কোটি টাকার আয় করে। তবে করোনা সংকটের জেরে পুরোপুরি থমকে গিয়েছে এই ইন্ডাস্ট্রি। বিনোদন ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছিল সংশ্লিষ্ট নানান সংগঠনের তরফে, সেগুলো নিয়েও আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশ জাভড়েকর। অতএব, জুন মাসে করোনা পরিস্থিতি পর্যালোচনা করার সিনেমাহল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584