নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ফের মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর এলাকায়।

জানা যায়, সোমবার রাতে অন্ধকারে দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে ৫ টিন সরষের তেল, ২ বস্তা বিমল গুটকা ও সিগারেটের পেটি সহ মোট আনুমানিক প্রায় ৩০ হাজার টাকার মুদি দ্রব্য নিয়ে চম্পট দেয়।

দোকান মালিকের অভিযোগ, গতকাল রাত ৯ টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। আর আজ সকালে দোকান খুলতে আসলে চোখে পরে দোকান তালা ভাঙ্গা অবস্থায়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পরকীয়া করতে এসে গ্রামবাসীর হাতে আটক বীরভূমের যুবক
গোডাউন সহ দোকান ঘর তল্লাশি করে দেখতেই নজরে পড়ে বেশ কিছু চুরি যাওয়া দ্রব্য। তবে একের পর এক দোকানে চুরির ঘটনায় দোকান মালিক ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছে দাবি জানিয়েছেন, এই ঘটনায় যে বা যারা জড়িত আছেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে নয়তো এই এলাকার পরিস্থিতি আরো খারাপের দিকে এগিয়ে যাবে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বড়ঞা থানার পুলিশ বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584