নিজস্ব সংবাদদাতা,ঘাটালঃ
ঘাটাল মহকুমা জুড়ে বেড়েই চলেছে রাতে চুরির ঘটনা।চুরি গুলির মধ্যে সিংহভাগই মন্দিরচুরি।
দাসপুর থানা এলাকায় মন্দির চুরি এখন স্বাভাবিক ঘটনায় হয়ে দাঁড়িয়েছে।দাসপুরের পরেই এবার স্থান পেতে চলেছে রামজীবনপুর। জানা যাচ্ছে একই রাতের মধ্যে রামজীবন এলাকার বেশিরভাগ মন্দিরই চুরি গেছে। গতরাতে রামজীবন এলাকার যেসব মন্দিরে চুরি হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ১০ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির লক্ষ্মী মন্দির,৬ নম্বর ওয়ার্ডের তারা কালী মন্দির,রঘুনাথ মন্দির,ব্যানার্জী পাড়ার দুর্গা মন্দির।মন্দির কর্তৃপক্ষদের সাথে কথা বলে জানা গেছে সবকটি মন্দিরের মধ্যে কার ঠাকুরের যাবতীয় গহনা বাসন ও সাজ সরঞ্জাম চুরি গেছে।
এদিকে একসাথে একইরাতে এতগুলি মন্দির চুরি হওয়ায় চিন্তায় পড়েছেন রামজীবন পৌর এলাকার বাসিন্দারা।এ ব্যপারে রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দায়ের হয়েছে।পুলিশের তরফে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয়েছে।পুলিশের ধারনা সবকটি চুরির পিছনে নির্দিষ্ট কয়েকজন বা একটি দলেরই হাত আছে। পুলিশের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস মিলেছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অবৈধ বালি খাদান রুখতে প্রশাসনিক পদক্ষেপ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584