গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে লুঠ লক্ষাধিক টাকার সামগ্রী

0
53

পিয়ালী দাস,বীরভূমঃ

Theft by showing pistol
নিজস্ব চিত্র

রাত দুটো নাগাদ সিউড়ির সুভাষপল্লীর বাসিন্দা সীমা চৌধুরী মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।টাকা দিতে না চাইলে গুলি করে মেরে ফেলার হুমকি। নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা।

সিউড়ি সুভাষপল্লীর বাসিন্দা সীমা চৌধুরী গতকাল রাত দুটো নাগাদ বাথরুম থেকে বেরিয়ে শোবার ঘরে যাওয়ার সময় বাড়ির বাইরে থাকা কুয়োতলায় দুইজনকে দেখতে পান।বাড়ির দরজা খোলার অপেক্ষায় ওত পেতে দারিয়ে ছিল তারা,তাদের কে দেখে তড়িঘড়ি বাড়ির মধ্যে ঢুকতে গেলে ওই দুইজন ব্যক্তি ধরে ফেলে সীমা দেবীকে।এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে যায়।আলমারি খুলে সমস্ত টাকা পয়সা ও গয়না বের করে দিতে বলে সীমা দেবীকে,বের করতে না চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় চোরের দল।তারা বলে সীমা দেবী এবং তাঁর স্বামী দুজনকে গুলি করে মেরে ফেলবে।প্রাণ ভয়ে সমস্ত কিছু বের করে দেন তিনি।উনার কথা অনুযায়ী আলমারিতে থাকা সোনার গয়না ও টাকা মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। চোর পালিয়ে গেলে পাশের ঘরে শুয়ে থাকা স্বামীকে ডেকে আনে সীমা দেবী।ভোর চারটে নাগাদ খবর দেওয়া হয় সিউড়ি থানায়।তড়িঘড়ি সুভাষপল্লী আসে সিউড়ি থানার পুলিশ।সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এটাই প্রথম নয় সিউড়িতে চুরির ঘটনা নিত্যদিনের।কোথাও না কোথাও লেগেই থাকে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।কখনো মাথায় পিস্তল ঠেকিয়ে তো কখনো চুপিসারে।বেশ কয়েকবার পুলিশ কড়া পদক্ষেপ নিলেও আটকানো যাচ্ছেনা চুরি-ছিনতাই।সিউড়ী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ নবদ্বীপে বেআইনি অস্ত্র সহ গ্রেফতার এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here