সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর রাজপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সাইফুল রাজের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায় সাইফুল রাজ এবং তার ছেলে রায়হান রাজ কর্মসূত্রে কেরালাতে থাকে। বাড়িতে সাইফুলের স্ত্রী, মেয়ে এবং পুত্রবধূ ছিল। সেই সুযোগে গতকাল রাত্রে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
আজ সকাল ৮ টা পর্যন্ত সাইফুল রাজের বাড়ি থেকে কোন লোক বেরোচ্ছে না দেখে পাশের বাড়ির লোকজন গিয়ে দেখে বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছে তিনজন দুটি পৃথক ঘরে। এক ঘরে মা এবং মেয়ে অন্য ঘরে পুত্রবধূ। বহু ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন ছুটে আসে। ডাক্তারকে ডাকা হলে, ডাক্তার জানিয়ে দেয় এরা বেহুঁশ রয়েছে হাসপাতালে পাঠাতে হবে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা আক্রান্ত এক বৃদ্ধ, এলাকায় চাঞ্চল্য
খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে পাশের বাড়ির লাইলী নামে একটি মেয়ে গত ৫ দিন আগে শ্বশুরবাড়ি থেকে ভাইদের কাছে আসে, যার বিয়ে হয়েছে ওই একই থানার কোচফলে। গতকাল সন্ধ্যায় লাইলী নামে মেয়েটি রায়হানের স্ত্রীর কাছে ঘুমাতে আসে। সকাল হতে মেয়েটি বেপাত্তা হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, পাশের বাড়ির একজনকে “সাইফুলদের বাড়ির সবাই কথা বলছে না, বেহুঁশ হয়ে আছে” বলে সে সকালে পালিয়ে যায়।
আরও জানা গিয়েছে ঘর করার জন্য ব্যাঙ্ক থেকে তোলা ৬৫০০০ হাজার টাকাসহ, সোনার গয়না চুরি হয়েছে তাদের। তবে গ্রামবাসীদের অনুমান ওই মেয়েটি একা নয়, এই ঘটনায় আরও অনেকে জড়িত। অসুস্থ তিনজনকে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584