নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কৃষ্ণ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখরে। গোয়ালপোখর থানার সাহাপুর এক গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকার ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে দানপত্র সহ সোনা ও রূপার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর দল।

রবিবার হরি মন্দিরে প্রণাম করতে এসে এলাকার বাসিন্দারা দেখতে পান, পরপর দুটি গেটে তালা ভাঙা রয়েছে। ভেতরে ঢুকে দেখেন বিগ্রহের রুপোর বাঁশি, সোনার অলংকার এবং মন্দিরের দানপত্র নেই। এলাকায় খোঁজ করে দেখা যায়, দান পাত্রটি পাশের এক জঙ্গলে পড়ে রয়েছে। সেটির তালা ভাঙা এবং ভেতরের কোন প্রণামীই নেই।
আরও পড়ুনঃ মেদিনীপুরে মৃতদেহ সৎকার নিয়ে তুলকালাম
গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রশান্ত মণ্ডল জানিয়েছেন, ‘ প্রায় আনুমানিক দশ হাজার টাকার কিছু বেশী অর্থ ওই দানপত্রে ছিল। পাশাপাশি একটি সোনার অলংকার ও একটি রুপোর বাঁশি সহ কুড়ি হাজার টাকার উপর এই চুরির ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এর আগেও মন্দিরে চুরির ঘটনা হয়েছিল। ঘটনাটি পুলিশে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584