দরজার তালা ভেঙে চিচড়া মন্দিরে চুরি, চাঞ্চল্য

0
102

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ফের মন্দিরে চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়, দরজার তালা ভেঙে কালী ও শিব মন্দির থেকে চুরি গেল গহনাসহ বাসনপত্র। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার চিচড়া গ্রামে । স্থানীয়দের দাবি, ওই গ্রামের কালী মন্দির এবং তার পাশে থাকা শিবমন্দিরে ভোরের বেলা চুরি হয়েছে।

Temple | newsfront.co
নিজস্ব চিত্র

এই চুরির বিষয়ে মন্দিরের পুরোহিতের তরফ থেকে জানা গেছে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও মন্দিরে পুজো দেওয়ার পর তালা লাগিয়ে বাড়ি চলে যান তিনি ৷ বুধবার দিন সকালে জানতে পারেন যে দুটি মন্দিরে চুরি হয়েছে। এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Maa kali temple | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে যিনি মন্দিরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন তিনি বলেন, ” প্রতিদিনের মত সকালে আমি মন্দিরে তালা খুলে পরিষ্কারের জন্য যখন আসি দেখি মন্দিরের তালা খোলা আছে ৷ জিনিসপত্র চারিদিকে ছড়ানো-ছিটানো অবস্থায় আছে এবং মায়ের একটিও গহনা এবং বাসনপত্র নেই, তখন গিয়ে গ্রামের সবাইকে ঘটনাটি জানাই এবং সবাই ছুটে আসে”।

আরও পড়ুনঃ  কেশপুরে সোনার দোকানে ডাকাতি, চাঞ্চল্য

মন্দিরের পুরোহিত অশোক ভৌমিক বলেন , এই নিয়ে এই মন্দিরে দুবার চুরি হল, গতবছরও মাঘ মাসে একই সময়ে চুরি হয়েছিল এ বছর হয়েছে, মায়ের রূপোর মুকুট যার আনুমানিক ওজন ১২ভরি, গলায় সোনার হার,পায়ে রূপোর তোড়া,হাতে চার জোড়া বালা,এবং বাসন পত্র ও অন্যান্য সামগ্রী সব চুরি হয়ে গেছে যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা “।

গ্রামের মন্দিরে বার বার চুরি হওয়ার ঘটনায় গ্রামবাসী দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ এই চুরির ঘটনায় জামবনী থানার পুলিশ তদন্তে নেমেছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here