শ্যামল রায়,মন্তেশ্বরঃ
কয়েক মাস যেতে না যেতেই আবার চুরির ঘটনা ঘটল মন্তেশ্বর থানার অন্তর্গত সাহাপুর গ্রামে। চুরি যাওয়া টোটো ও অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ভাংচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার অধিক রাতে। মঙ্গলবার সকালে টোটো চালক দেখতে পায় যে তার বাড়ির উঠোন থেকে টোটোটি চুরি হয়ে গেছে। পাশাপাশি দুই কিলোমিটারের মধ্যে মাইচপাড়ায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রেও চুরির ঘটনা ঘটে। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের জানালার রড ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢোকে এবং দুটি আলমারি ভাঙচুর চালায় কিছু কাগজপত্র খোয়া গিয়েছে বলে কর্মীরা জানিয়েছেন। ঘটনাস্থলে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
শাহাপুর গ্রামের টোটো চালক রঞ্জিত গড়াই জানিয়েছেন যে সোমবার রাত একটা নাগাদ টোটো রেখে সে বাড়িতে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে উঠে দেখতে পান তার বাড়ির উঠোন থেকে টোটোটি উধাও হয়ে গিয়েছে।ধার করে কেনা অভাবের সংসারে টুকটুকটি ছিল আয়ের উৎস।মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছেন,
গোটা বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।
তবে দীর্ঘদিন ধরে মন্তেশ্বর থানা এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। প্রসঙ্গত উল্লেখ থাকে যে কয়েক মাস আগেও বিভিন্ন বিদ্যালয়ের একের পর এক কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ পুলিশ আজও পর্যন্ত চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করতে পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584