নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চুরি হয়ে গেল কলার বাগান। প্রায় ৭০ কাঁদি গলা কেটে নিয়ে পালালো চোরের দল। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাটাবন এলাকায়।
জানা গিয়েছে, প্রসূন চ্যাটার্জী নামে চন্দ্রকোনার এক বাসিন্দা বেকারত্বের জন্য কলা চাষকে জীবিকা হিসেবে বেছে নিয়েছিল, আর সেই প্রসুন চ্যাটার্জীর কলা বাগান থেকে চুরি হয়ে গেল কলা, ফলে কার্যত মাথায় হাত পড়েছে প্রসুন চ্যাটার্জীর।
প্রসুন বাবু জানিয়েছেন, গভীর রাতের সুযোগ নিয়ে কে বা কারা কলাবাগান থেকে কলার কাঁদি চুরি করে নিয়ে যায়, যদিও বাগান থেকে সামান্য দূরে কিছু কলা উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে ভাঙল গাছ, যানজট এলাকায়
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশকে তদন্ত শুরু করেছে।অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584