নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বড় ধরনের চুরির ঘটনার কিনারা করল পুলিশ। চুরি যাওয়া মালপত্র সহ বমাল চোরকে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। করোনা পরিস্থিতিতে এই ঘটনাকে পুলিশের বড় ধরনের সফলতা বলে মনে করছেন জেলার পুলিশ কর্তারা।
জানা গিয়েছে , ২১ জুলাই আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগর এলাকায় একটি ইলিকট্রনিক্সের দোকান থেকে বড় ৩টে এল ইডি টিভি, মিউজিক সিস্টেম, ইলেক্ট্রিক কেটলি ও লাইট চুরি হয়ে যায়। চুরি হওয়া পন্যসামগ্রীর বাজার মুল্য ১ লক্ষ ২১ হাজার টাকা। এই ঘটনার তদন্ত শুরু করে আলিপুরদুয়ার ২ নম্বর অসম গেট এলাকায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ একটানা বর্ষণে রাস্তায় একাধিক ধস!বন্ধ সড়ক যোগাযোগ
ইতিমধ্যেই তাকে দশ দিনের পুলিশি হেফাজতে নিয়ে তিনটে এলইডি টিভি, ইলেক্ট্রিক কেটলি উদ্ধার করেছে পুলিশ। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ বলেন, ” করোনা পরিস্থিতিতে এই ঘটনা পুলিশের একটি সফলতা।
এই চুরির ঘটনার সঙ্গে অন্যান্য কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করে দেখার চেষ্টা করা হচ্ছে।” বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584