বীরভূমে মন্দির চুরির ঘটনা অব্যাহত

0
69

পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূমের সদাইপুরের পর এ বার রামপুরহাটের আটলা।বামাক্ষ্যাপার জন্মভিটে এই আটলাতে রবিবার রাতে পর পর পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।সোনা, রূপো-সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।সোমবার সকালে বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার পুলিশ।

বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত আটলা গ্রাম।এই গ্রামেই সাধক বামাক্ষ্যাপার জন্মস্থান। এলাকার বাসিন্দারা জানিয়েছেন,গতকাল রাতে এলাকার পাঁচটি মন্দিরের দরজা ভেঙে প্রচুর টাকার জিনিস চুরি হয়েছে।সকালে মন্দিরের সেবায়েতরা দেখেন মন্দিরের তালা ভাঙা। বিগ্রহের গায়ে গয়না নেই,আলমারিতে রাখা গয়না ও অন্যান্য দামি জিনিসও খোয়া গেছে।

মন্দির প্রাঙ্গন। নিজস্ব চিত্র 

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।গ্রামবাসীদের অভিযোগ,গত পাঁচ বছরে মোট তিনবার চুরি হয়েছে এই মন্দিরগুলোতে।বহুবার পুলিশি প্রহরা বসানো হয়েছিল।সচেতন হওয়া সত্ত্বেও চুরির ঘটনা কমেনি।গ্রামের এক বাসিন্দা সনথ ভান্ডারী বলেছেন, ‘‘আগের চুরির ঘটনাগুলির এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ প্রশাসন। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব খোয়া যাওয়া জিনিস পুলিশ উদ্ধার করুক এবং অপরাধীদের গ্রেফতার করুক।”
সদাইপুর থানার চিনপাইের চুরির রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনায় চরম অস্বস্তিতে বীরভূম জেলা পুলিশ,বারবার বীরভূমের পুলিশ সুপার কে ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।স্থানীয় বাসিন্দা সনৎ ভান্ডারি বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই বারবার এলাকায় চুরি হচ্ছে।এলাকায় পুলিশি টহল নেই বললেই চলে।গতরাতে তো পুলিশের বিশাল ভূরিভোজের আয়োজন ছিল।পুলিশ যদি ভোজ খায়, চুরি তো হবেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here