নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দাসপুর বাজারে সোমবার সন্ধ্যায় একটি রূপোর দোকানে থাকা এক কর্মচারীর পেটে ছুরি চালিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার রূপোর জিনিস নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা ঘটায় দাসপুর থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
মঙ্গলবার সকালে দাসপুর থানার খুকুড়দহ বাজারে একটি সোনার দোকান সহ তিনটি দোকানে তালা ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে রীতিমত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই তিনটি দোকানের মালিক খবর পেয়ে দোকানে এসে দেখে যা কিছু ছিল সব চুরি হয়ে গিয়েছে। ওই তিনটি দোকানের মধ্যে খুকুড়দহ এলাকার বাসিন্দা সুব্রত দত্তের একটি সোনার দোকানও রয়েছে ।
আরও পড়ুনঃ দাসপুরে রুপোর গহনা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা, ছুরিকাঘাতে আহত দোকান কর্মচারী
সেই দোকানে সোনা-রূপোর কিছু গহনাসহ নগদ টাকাও দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে। পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খুকুড়দহ বাজারে।স্থানীয় বাসিন্দারা দাসপুর থানায় বিষয়টি জানান ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে খুকুড়দহ বাজারে পরপর তিনটি দোকান চুরির ঘটনার তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় আদিবাসীদের বিক্ষোভ,পথ অবরোধ
তবে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটায় দাসপুর থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাই স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে আবেদন জানিয়েছে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য। সেই সঙ্গে রাতের বেলা দাসপুর থানার জনবহুল এলাকায় পুলিশি টহল দেওয়ার জন্য।
দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের জানানো হয় যে, পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রতিদিন রাতে দাসপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ টহলদারি করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584