ঘাটালে দুটি দোকানে তালা ভেঙে চুরি, চাঞ্চল্য

0
60

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রত্নেশ্বর বাটি এলাকায় শনিবার গভীর রাতে দুটি দোকানে চুরি হয়৷রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় ওই দুটি দোকানের তালা ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই দুটি দোকানের মালিককে বিষয়টি জানায়।

break lock | newsfront.co
প্রতীকী চিত্র

এরপর দুটি দোকানের মালিক দোকানে এসে দেখে দোকানের তালা ভেঙে দোকানে থাকা সমস্ত জিনিসপত্র ও কিছু নগদ টাকা চুরি হয়ে গেছে । যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । দোকানের মালিক চিন্ময় চক্রবর্তীও শান্তনু দাস ঘাটাল থানায় গিয়ে দোকানে চুরি হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন।গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় মাড়তলাএলাকায় কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল ।

আরও পড়ুনঃ ইসলামপুরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঁচ বছরের শিশু

পুলিশকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এক রাতে দুটি দোকানে চুরির ঘটনায় ওই এলাকা জুড়ে আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। ঘাটাল থানার পুলিশের পক্ষ থেকে ওই দুটি দোকান চুরির ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে ।

আরও পড়ুনঃ তুফানগঞ্জে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ২

সেই সঙ্গে ওই এলাকায় পুলিশি নজরদারি রাখার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গ্রামবাসীদের আশ্বাস দেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা ।তবে যেভাবে একরাত্রে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে তাতেই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here