নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাংকে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে ,মঙ্গলবার সকালে ব্যাংকের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে খবর দেওয়া হয় পিংলা থানার পুলিশকে ৷
আরও পড়ুনঃ শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত নন্দীগ্রাম,ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে, তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, সকালবেলায় দরজা খুলতেই দেখাগেছে এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাগজপত্র, পাশাপাশি নথিপত্র রাখার আলমারি খোলা অবস্থায় রয়েছে,বেশ কিছু মূল্যবান নথিপত্র খোয়া গিয়েছে তবে এখনই টাকার অংক বলা যাচ্ছে না ৷
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584