অমৃতা চন্দ,কোচবিহারঃ
একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে দিনহাটায়। গত একমাসে প্রায় সাতটি বাড়িতে বড়োসড়ো চুরির ঘটনা ঘটতে দেখা গেল।
ডিসেম্বর জানুয়ারি মাসে ঠান্ডার আমেজ এবং ছুটি উপভোগ করতে অনেকেই বাড়ির বাইরে যান। কেউবা পিকনিকের জন্য সকাল বেলা বেড়িয়ে পড়েন এবং ফেরেন রাতে। সেই সুযোগেই এই দুষ্কৃতীর দল একের পর এক বাড়িতে হানা দিয়ে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। এই কয়েকদিনের ডাকাতির ঘটনায় প্রায় লক্ষাধিক টাকা ও সোনার গহনা খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়েছে দিনহাটা থানায়। সাধারন বাসিন্দারা বাড়ি ছেড়ে বের হতে ভয় পাচ্ছেন। স্বভাবতই ক্ষোভ উগরে দিচ্ছেন পুলিশ প্রশাসনের ওপর।
তৎপর হয়েছে দিনহাটা পুরসভার পুরপতি তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ। যার নেতৃত্বে গণ আন্দোলন সংঘটিত হয়ে গত ২ রা জানুয়ারি থানা ঘেরাও কর্মসূচি এবং আইসি সঞ্জয় দত্তের নিকট একটি গণডেপুটেশন জমা দেওয়া হয়। ৯০ দশকের ঘটনার যেন পুনরাবৃত্তি দেখতে পেল দিনহাটার জনগণ ।সেই সময়কার তৎকালীন কৃষি মন্ত্রী ছিলেন জননেতা কমল গুহ। সেই সময়ও ঠিক একই ভাবে চুরির ঘটনা ঘটেছিল দিনহাটায়। একই ভাবে আন্দোলন করেছিলেন তৎকালীন মন্ত্রী কমল গুহ। দিনহাটা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন দুষ্কৃতীদের পাকড়াও করার জন্য। জানা যায় এই ঘটনায় গোপালনগর ও আমবাড়ি এলাকায় দুইজন ডাকাতকে পিটিয়ে মারা হয়েছিল সেই সময়। কমল গুহর সেই আন্দোলনের জেরে কলকাতা থেকে ছুটে এসেছিলেন ডিসি, আইজি সহ বড় বড় আধিকারিকরা।
তিনিও শাসকদল বামফ্রন্টের মন্ত্রী থাকা সত্ত্বেও শাসকদলের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন।
এই সময় বিধায়ক উদয়ন গুহ শাসকদলের বিধায়ক হয়েও রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। এছাড়াও পুরসভার পক্ষ থেকে এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে দেখা গিয়েছে ইতিমধ্যেই। মাইক যোগে ওয়ার্ডে ওয়ার্ডে জানানো হয়েছে যদি কিছুদিনের জন্য কোন পরিবার বাড়িতে না থাকে তাহলে পুরসভায় অবগত করার কথা বলা হয়েছে।দিনহাটার প্রত্যেক মোরে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
বিধায়ক উদয়ন গুহ বলেন,”একের পর এক চুরির ঘটনা ঘটছে দিনহাটায়। যার দায় পুলিশ এড়াতে পারে না। দুষ্কৃতীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করতে হবে পুলিশকে”।
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন,”ইতিমধ্যেই আমরা ছয় জন দুষ্কৃতী কে গ্রেফতার করেছি। এই চুরির ঘটনার কিনারা করতে আমরা তৎপর”।
সমাজসেবী এবং বিশিষ্ট ডাক্তার উজ্জ্বল আচার্য বলেন ,”দিনহাটার বিভিন্ন জায়গায় ডাকাতির মতো ঘটনা ঘটছে তাই দিনহাটার বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে আমরাও গণ-আন্দোলনে সামিল হলাম। আশা রাখছি পুলিশ খুব তাড়াতাড়ি চুরির কিনারা করবেন”।
তৃণমূল নেতা বিশ্বনাথ দে আমিন বলেন,”উদয়ন গুহ নেতৃত্বে এই গণ-আন্দোলন দিনহাটা জুড়ে সাড়া ফেলেছে অবশ্যই এই সমস্যার সমাধান পুলিশ প্রশাসন খুব শীঘ্রই করবেন”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584