নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাকরাজিতে।
জানা গেছে, শনিবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে মহাপ্রভুর সোনার গহনা-সহ প্রণামী বাক্স থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতী বাহিনী। রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিদিনই মন্দিরে ভোরবেলা থেকে চলে পূজো পার্বণের কাজ। রবিবার সকালবেলা এসে হঠাৎ তারা দেখেন মন্দিরের তালা ভাঙা, মহাপ্রভুর গহনা বাক্স নেই।
আরও পড়ুনঃকর্নাটকে শুরু প্রথম ডিটেনশন সেন্টার তৈরির কাজ
সাথে সাথে খবর দেওয়া হয় বেলদা থানা পুলিশ আধিকারিকদের। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584