শুরু হল ‘থিজম’- এর খাদ্যমেলা ‘চেটে পুটে’

0
136

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

খাদ্যরসিক বাঙালির খাওয়ার জন্য কোনও অজুহাতের প্রয়োজন পড়ে না। নিজের দেশের তো বটেই, ভিন দেশের খাবার চেখে দেখতেও সে দশ পা এগিয়ে। শুধু কি তাই? ঘটি চায় বাঙালের খাবার চেখে দেখতে আবার বাঙালও চায় ঘটির খাবার চেখে দেখতে। আর এহেন রসাস্বাদনের সুযোগ যদি মিলে যায় এক মাঠে তা হলে তো তার সোনায় সোহাগা। তেমনটাই ঘটছে থিজমের খাদ্যমেলা ‘চেটে পুটে’-তে।

Kharaj Mukherjee | newsfront.co

পাঁচ বছর বয়স পূর্ণ হল ‘থিজম ইভেন্টস’ ও ‘মধ্য কলকাতা ক্লাব সমণ্বয় সমিতি’ আয়োজিত মুখোরোচক খাদ্যমেলা ‘চেটে পুটে’র। মূল উদ্যোক্তারা হলেন মধ্য কলকাতা ক্লাব সমণ্বয় সমিতির সজল ঘোষ, থিজম ইভেন্টস এর পার্থ প্রতীম সাহা।সন্তোষ মিত্র স্কোয়ারে এই মেলা চলবে ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি। সময় বেলা ১২ টা থেকে রাত ১০টা।

Kolkata Food festival | newsfront.co

মেলার উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ঘোষ সহ আরও অনেকে। এই মেলায় থাকছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরণে এক বিশেষ অনুষ্ঠান।

Theism food festival | newsfront.co

সজল ঘোষ বলেন, “এই মহামারীর কারণে সব ব্যবসাই ক্ষতির মুখে পড়েছে। এখন আমরা সবাই একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছি। আশা করছি প্রতি বছরের মতোই এবারেও ভালো রেসপন্স পাবো।”

আরও পড়ুনঃ নন্দীগ্রামে গণবিবাহ, শুভেচ্ছা বার্তা উপহার মুখ্যমন্ত্রীর

খরাজ মুখোপাধ্যায় জানান, “খেতে খুবই ভালোবাসি, আর নিজে রান্নাও করি। এখানে এসে নানান জানা অজানা খাবারের হদিস পেয়ে খুব ভাল লাগছে। সবাইকে বলব নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন কিন্তু খাবারের থেকে নয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here