কার্তিক লড়ায়ে থিমের লড়াই

0
332

শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলীর কার্তিক লড়াই এ সন্ধি দর্শকের ঢল নামলো প্রতিটি পূজা মণ্ডপে।দেব সেনাপতি কে নিয়ে থিমের উৎসবে মেতেছিল পূর্বস্থলী।
এবছর দেখা গিয়েছে পুজোর মন্ডপে মন্ডপে প্রতিমা বৈচিত্র্য আর থিমের লড়াই দেখতেই দর্শনার্থীরা ভিড় জমান।

মণ্ডপ সজ্জা। নিজস্ব চিত্র

পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ড এ অপূর্ব টিম বানিয়েছে গোকুল সঙ্গ।এ বছরও সুন্দর মণ্ডপসজ্জা সাজিয়েছিল গুহার মধ্যে দিয়ে কার্তিক দর্শন যেন এলাকাবাসীর কাছে নতুনত্ব এনে দিয়েছে।
এই মন্ডবে চিরাচরিত রাধাকৃষ্ণের মূর্তি লক্ষ্যণীয় এছাড়াও কাস্ট ও শালি একাডেমী ক্লাবের এ বছরের নতুন থিম।রয়েছে পূর্বস্থলী থানার মাঠে বিশাল বড় মন্ডপ এবং প্রতিমা।
প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার সাথে সাথে সেলিব্রিটিদের ভিড়। এই পুজোয় শিবের মূর্তি তে থাকে নতুন বৈচিত্র্য।দর্শকদের ভীড় উপচে পড়েছিল সেই সাথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।
পূর্বস্থলীর কার্তিক লড়াই নামকরণ হলেও প্রতিমার মধ্যে থাকে নানান বৈচিত্র।
কার্তিককে উপলক্ষ্য করে নানান ধরনের মূর্তি পূর্বস্থলীর কার্তিক লড়াইয়ে দেখা যায়।
দর্শকদের ভিড় উপচে পড়েছিল ভারত মাতা পুজো মণ্ডপে পূর্বস্থলী থানার মাঠে পুজো মণ্ডপে এবং রেল স্টেশনে পুজো মণ্ডপে। এছাড়াও উল্লেখযোগ্য পূজোর মধ্যে রয়েছে আমরা কজন, তারামা যুব সংঘ থানার মাঠের সমাজকল্যাণ পরিষদ পলাশ পুলির নবরূপা, কালীমাতা তরুণ সংঘ ,রামসীতা থানাপাড়ার শিব পার্বতী ,স্টেশন পাড়ার সন্তোষী মাতা, শ্মশানকালী, কাস্ট শালির মুক্তকেশী, চেন কার্তিক, চুপির গণেশ জননী ধাড়াপাড়া ও কৈবর্ত বাড়ার মহিষমর্দিনী পুরনো বাজারের অকালবোধন স্টেশন সংলগ্ন ভারত মাতা পুজো প্রভৃতি।নবদ্বীপের রাস এই যেমন নানান বৈচিত্রের প্রতিমা দেখা যায় পূর্বস্থলীর কার্তিক লড়াইতেও সেই রূপ প্রতিমা চোখে পড়লো।তবে কার্তিক লড়াই বা কার্তিক পুজো হলেও পূর্বস্থলীর এই উৎসব রাস কার্তিক পুজোর মেলবন্ধনের সর্বজনীন রূপ।অধিকাংশ পুজো মন্ডবে কার্তিক ঠাকুর এর পরিবর্তে নবদ্বীপের রাসের ঢঙে নানান ধরনের দেব দেবী পূজিতা হন।স্থানীয় জনশ্রুতি যে এক সময় পূর্বস্থলীর কিছু মানুষ কাটোয়ার কার্তিক লড়াই দেখতে যান।সেই সময় কাটোয়ার পুজোর জৌলুস বা আরম্ভর দেখে পূর্বস্থলীতে কার্তিক পুজোর প্রচলন এর সিদ্ধান্ত নেয়া হয় বলে কথিত।
তবে একটু আলাদা ঢঙে পূর্বস্থলীতে পুজো শুরু হয়।কার্তিকের সঙ্গে নবদ্বীপের রাসের ঢঙে বিভিন্ন দেব-দেবীর পুজোর প্রচলন হয়ে গিয়েছে ইতিমধ্যে।পূর্বস্থলী এক নম্বর ও দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে দু’শোর বেশি ক্লাব ও বারোয়ারি পুজো হচ্ছে।পুজো একদিনের হলেও তিন দিন ধরে পূর্বস্থলীর কার্তিক লড়াই অনুষ্ঠিত হয়।পূর্বস্থলীর বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন যে পূর্বস্থলীর কার্তিক লড়াই এর কথা আজ রাজ্য ছড়িয়ে ভিন রাজ্যে পৌঁছে গিয়েছে।এলাকার ঐতিহ্যের উৎসবে পরিণত হয়েছে পূর্বস্থলীর কার্তিক লড়াই।

মণ্ডপে থিমের পুতুল। নিজস্ব চিত্র

বিভিন্ন ক্লাব ও বারোয়ারি বিগ বাজে এলাকার ঐতিহ্যের উৎসবে পরিণত হয়েছে পূর্বস্থলীর কার্তিক লড়াই।বিভিন্ন ক্লাব ও বারোয়ারি বিগ বাজেটের মন্ডপ প্রতিমা সঙ্গে আলোর রোশনাই সেজে উঠেছিল পূর্বস্থলী। হাজার হাজার মানুষের সমাবেশে পূর্বস্থলীর কার্তিক লড়াই শুরু হয়েছে।
কার্তিক লড়াই পুজো হলেও  বিভিন্ন পূজো মন্ডপে দেখা গিয়েছে রাবণের যুদ্ধ চৌরঙ্গীর মহিষমর্দিনী হাসপাতাল পাড়ার হরো হরি কালিতলার শ্যামা কালী ধারা পাড়ার মহিষ মর্দিনী চুপি বাগানে গঙ্গা মাতা নিমাই সন্ন্যাস রাজ কার্তিক ন্যাংটো কার্তিক প্রভৃতি।
সুবোধ সরকার ঝুমা ভদ্র রুমা রায় দীপঙ্কর ঘোষ জয় বিশ্বাস বিনয় বিশ্বাস রামপ্রসাদ ঘোষ বকুলাল প্রামানিক প্রমূখ জানিয়েছেন যে পূর্বস্থলীর বড় উৎসব দুর্গাপূজার মতো কার্তিক লড়াই।এই সময় আত্মীয়-স্বজন সকলেই প্রতিটি বাড়িতে ভিড় করে এবং আনন্দে মেতে ওঠেন। পুজোর প্রথম দিনেই ঢল নেমেছিল পূর্বস্থলীর কার্তিক লড়াই এ।

আরও পড়ুনঃ ঘোষ বাড়ির ২৬৬ বছরের জাঁকজমকপূর্ণ জগদ্ধাত্রী পূজা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here