থিম কালীপুজো ঘিরে ভিড় বাড়ছে নামখানা ব্লকের মন্ডপগুলিতে

0
228

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

থিম পুজো ঘিরে মাতৃ আরাধনায় মত্ত দক্ষিণ সুন্দরবনের নামখানা ব্লক। কোথাও মন্ডপ থিম ঘিরে উন্মাদনা। কোথাও আবার প্রতিমা ঘিরে। করুণাময়ী মা কালীর পূজা ঘিরে মত্ত নামখানা ব্লকের বিভিন্ন পূজা কমিটি। ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানার দক্ষিণ শিবপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবে আর্বিভূত মা করুনাময়ী কালী।

Theme Kali Puja at Naamkhana Block
নিজস্ব চিত্র

এবার ছয় বছরে পা দিয়েছে এই ক্লাব। মন্ডপের থিম মানুষের জীবনের দৌড়। মাতৃগর্ভ থেকে শুরু হওয়া দৌড় শেষ হয়েছে রোবট দিয়ে যেখানে রোবটই আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

Theme Kali Puja at Naamkhana Block
নিজস্ব চিত্র

এছাড়াও অন্যান্য থিমের মধ্যে জল অপচয় থেকে গাছ কাটা, ভূমিক্ষয় রোধে সচেতনতা বার্তা- এসবই স্থান পেয়েছে। আজ মানুষের জীবন যেমন সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে, পরিবেশের অনুন্নয়নের কারণে জন জীবন যেভাবে বিপন্ন হয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে এই থিমগুলি খুবই প্রাসঙ্গিক।

Theme Kali Puja at Naamkhana Block
ভাইফোঁটা চলে এলেও মন্ডপে ভিড় কমেনি। নিজস্ব চিত্র

অন্যদিকে তালপাতা দিয়ে নির্মিত প্রতিমার পুজো দেখতে ঢল নেমেছে প্রবীন থেকে নবীন সকলের মধ্যেই। পূজা ঘিরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। চারদিনের কালীপুজোয় আনন্দে মাতেন কাকদ্বীপ দক্ষিণ শিবপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব।

Theme Kali Puja at Naamkhana Block
নিজস্ব চিত্র

প্রাকৃতিক দুর্যোগ, অভাব-অনটন নিত্য সঙ্গী দক্ষিণ সুন্দরবনের বকখালি এলাকাবাসির। আজও বাঁধ ভাঙার দুঃস্বপ্ন ভুলতে পারেন না প্রত্যন্ত এলাকাবাসিরা। শতকষ্ট বুকে নিয়ে সৃষ্টির দেবী মা কালীকে পূজা করে চলেছেন ফ্রেজারগঞ্জ ক্লাব ঘরের বাস-স্টপেজ মোড়ের অনুসন্ধান কালচারাল কমিটি। ৩৪ জন সদস্যদের নিয়ে দীর্ঘ ৭ বছর ধরে চলছে মাতৃ আরাধনা। প্রতিমার থিম- ছিন্ন মস্তক সতী থেকে মা কালীর সৃষ্টি। মাটি দিয়ে নির্মিত হয়েছে প্রতিমা।

Theme Kali Puja at Naamkhana Block
সুকান্ত মন্ডল, আয়োজক। নিজস্ব চিত্র

দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তরা। নানান সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে দেবীর আরাধনা ঘিরে। এমনকি সার্বজনীন এই কালীপূজায় রয়েছে বলিপ্রথা। প্রবীন-নবীনদের নিয়ে চলে নানান সাংস্কৃতিক অনুষ্টান। রয়েছে ভোগ-বিতরণ পর্ব। পূজার আনন্দ ভাগ করে নিতে দুঃস্থদের দেওয়া হয় বস্ত্র। পূজা কমিটির সভাপতি হিমাদ্রী চ্যাটার্জী সম্পাদক রুইতোষ সর্দার-সহ উদ্যোক্তারা আজ বিরাজমান অনুসন্ধান কালচারাল কমিটির কালীপূজায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here