নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
কোভিড-১৯ পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের অবদান এবং লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অবস্থা এবছরের থিম হিসেবে উঠে এল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর জগদীশবাটির পঞ্চগ্রাম সম্মিলিত পুজোয়।
৫৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবছরের শ্যামা পুজোর থিমে করোনা যোদ্ধা হিসেবে ডাক্তার এবং নার্সদের অবদান যেমন তুলে ধরা হয়েছে, তেমনই তুলে ধরা হয়েছে লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থা।
অসুস্থ বাবাকে সাইকেলে নিয়ে মেয়ের বাড়ি ফেরা, ঘুমন্ত শিশুকে ট্রলিতে টানতে টানতে মায়ের নিয়ে আসা, পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরা বা ঔরঙ্গাবাদ রেললাইনের উপর ঘুমন্ত অবস্থায় থাকা পরিযায়ী শ্রমিকদের মালবাহী ট্রেনের কাটা পড়ার দৃশ্য বাদ যায়নি কোনটাই।
আরও পড়ুনঃ কালীপুজোয় ফালাকাটায় হিজরা উন্নয়ন সংগঠনের বস্ত্র প্রদান
পাশাপাশি বাড়ি ফেরার পরেও পরিযায়ী শ্রমিকদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার দৃশ্য এবং করোনা মোকাবিলায় মাস্ক ও স্যানিটাইজারের গুরুত্ব করোনা সচেতনতামূলক বার্তার মাধ্যমে তুলে ধরা হয়েছে থিমের মধ্যে দিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584