সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলের সরস্বতী পুজোয় মেতে উঠেছে আবাসিকেরা। বিভিন্ন রকমের ভাবনা আর তার মধ্যেই চলছে সরস্বতী পুজো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ ছাত্রাবাসের এবারের থিম শৈশবের একমুঠো সোনালী রোদ্দুর। বিবেকানন্দ ছাত্রাবাসের আবাসিকদের বার্তা, যান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শৈশবকে প্রকৃতির সরলতায় সঁপে দিতে হবে। চিত্তরঞ্জন হোস্টেলে তুলে ধরা হয়েছে পরিবেশ দূষণের প্রভাব। এখানে বার্তা দেওয়া হচ্ছে, পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন না হলে আগামী দিনের ভবিষ্যৎ কি হতে চলেছে।
নিবেদিতা ছাত্রীনিবাসে চিরাচরিত ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার বার্তা জানিয়ে তাদের এবারের থিম নৌকা। ৩১ হাজার কাগজের নৌকা তৈরি করেছে তারা। রবীন্দ্র ছাত্রাবাসে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে তাদের থিম বিশ্ব শান্তি। নেতাজি ছাত্রাবাস বার্তা দিচ্ছে ঘড়ির অবলুপ্তি এবং কিভাবে মানুষ সময় কাটাচ্ছে। আধুনিক কালের এক গায়কের একটি গানের লাইনকে তারা বেছে নিয়েছে থিম হিসেবে। তাদের এবারের থিম যখন সময় থমকে দাঁড়ায়।
বর্ধমান জুড়ে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আরাধনা চললেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থিম পুজো গুলি বিশেষ আকর্ষণ করে ছাত্র-ছাত্রীদের এবং এলাকার বাসিন্দাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584