আবারও পরিবর্তন আসতে পারে মাধ্যমিক সিলেবাসে

0
58

ওয়েবডেস্কঃ

২৬শে ফেব্রুয়ারী বিকাশ ভবনে বিভিন্ন স্বীকৃত শিক্ষক সংগঠন গুলোকে নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়   আলোচনায় বসেন । সূত্রের খবর এই সভায় শিক্ষক সংগঠন গুুলোর একাংশ বর্তমান মাধ্যমিকের পাঠক্রম পরিবর্তনের দাবি তুলে সিলেবাস খতিয়ে দেখার আর্জি জানায় ।

প্রত্যুত্তরে শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে বর্তমান মাধ্যমিকের পাঠক্রম খতিয়ে দেখা হবে । তবে যেহেতু পর্ষদের নিয়ম অনুযায়ী পাঁচ বছরের আগে কোন বৃহৎ সিলেবাস পরিবর্তন করা যাবে না , তাই মাধ্যমিকের পাঠক্রমের সামগ্রিক পরিবর্তন না করে প্রয়োজনীয় কিছু কিছু জায়গায় সংযোজন-বিয়োজন করে তাৎক্ষণিক পরিবর্তন করা হবে কি না তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি ।

মাধ্যমিক সিলেবাস সংস্কার কমিটির এক শীর্ষ আধিকারিক এর কথায় “কমিটি যদি মনে করে যে কোনও অংশে সিলেবাসে কোনওরকম পরিবর্তন করার প্রয়োজন রয়েছে তবে সরকারকে পরামর্শ দেওয়া হবে। পর্ষদ এবং বোর্ড কর্মকর্তারা এই কমিটির প্রতিবেদন মূল্যায়ন করবে এবং যদি তাঁরা প্রয়োজন মনে করেন তবে সেই পরামর্শ বাস্তবায়ন করা হবে। ”

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে পশ্চিমবঙ্গে  তৃণমূল সরকার আসার পরে মাধ্যমিকের পাঠক্রম পরিবর্তন হলে ২০১৬ সালে পরীক্ষার্থীরা নতুন পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষায় বসেন । তবে পর্ষদের নিয়ম অনুযায়ী সিলেবাস পরিবর্তনের সময়সীমা যেহেতু পাঁচ বছর তাই  ২০২২ সালে নতুন ভাবে মাধ্যমিকের পাঠক্রম তৈরি হতে পারে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here