২৫বছর ধরে চিকিৎসকহীন বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রতিবাদ যুবদের

0
77

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌশুনী গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তবে এই স্বাস্থ্য কেন্দ্রে সঠিক পরিষেবা পাননা কেও।

Protest rally | newsfront.co
নিজস্ব চিত্র

তাই দীর্ঘ ২৫বছর ধরে ডাক্তার না থাকার কারণে “ইয়ং জেনারেশন অফ মৌশুনী” নামের এক সংস্থার যুব – সমাজ আন্দ‌োলন‌ে নাম‌লেন আজ।

Bagdanga Health centre | newsfront.co
নিজস্ব চিত্র

প্রায় পাঁচশত যুবক-যুবতী স্বাস্থ্য কেন্দ্রের গেট থেকে মোটরসাইকেলে ও টোটো করে মূল রাস্তা ধরে মৌশুনী, বাগডাঙ্গা, কুসুমতলা, বালিয়াড়া মৌজা মৌশু‌নী পঞ্চা‌য়ে‌ত এলাকায় স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত নানান দাবি নিয়ে মি‌ছিল করে।

আরও পড়ুনঃ ডেঙ্গু সচেতনতায় সাইকেল র‍্যালি মেদিনীপুরে

Local people | newsfront.co
নিজস্ব চিত্র

একাধিক পরিকাঠামোর অভাব রয়েছে এই এলাকায় বলে সরব হন তারা। বারংবার রা‌জ্য সরকার‌কে জা‌নিয়েও কোন সমাধান না হওয়ায় বাধ‌্য হ‌য়েই এই আন্দোলনে নামা হয়েছে বলে জানান প্রতিবাদী যুবরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here