তৃণমূলে একজনই হিরো আছে, বিধানসভায় মদন মিত্রকে বললেন দিলীপ ঘোষ

0
96

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার বিধানসভার অধিবেশনে মদন মিত্র-র পরণে ছিল সুন্দর কাজ করা কালো পাঞ্জাবি আর প্যান্ট। এদিন বিধানসভায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর সঙ্গে দেখা হতে সহাস্য মন্তব্য করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, “তৃণমূলে একজনই হিরো।” মদন মিত্র এমনই রঙিন মানুষ। রসিকও বটে! তাঁর পাল্লায় পড়লে যে কোনও মুখেই চওড়া হাসি দেখা যায়।

Madan Mitra Dilip Ghosh
মদন মিত্র-দিলীপ ঘোষ

অন্যদিকে দিলীপ ঘোষ রাজনৈতিক মঞ্চে যদি শক্ত কথা শোনান না কেন, ব্যক্তিগত পরিসরে নাকি তিনি বেশ রসিক। অন্তত তাঁকে যাঁরা চেনেন, তেমনটাই বলেন।

মঙ্গলবার বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মাল্যদান করতে আসেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। মাল্যদানের পরই প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে এমন পোশাক পড়তে দেখে কৌতূহলী দিলীপ প্রশ্ন করেন, ‘‘এরকম পাঞ্জাবি ক’পিস আছে আপনার? জমকালো পাঞ্জাবি পরেছেন একখানা।’’ হাসতে হাসতে মদন মিত্র বলেন, ‘‘দুপুরে একটু বেরিয়েই ঘামে ভিজে জবজবে হয়ে গেলাম। তাই পোশাকটা পাল্টে এলাম। এরকম পাঞ্জাবি এই একটাই আছে আমার।’’

আরও পড়ুনঃ দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার বিজেপি ও সিবিআইয়ের নথি, ঘটনায় নয়া মোড়

পাল্টা হাসিতে বিজেপি সভাপতি বলেন, ‘‘আপনার দলে তো একজনই হিরো আছে, তিনি মদন মিত্র।’’ দিলীপ ঘোষের এই কথা শুনে হাসতে থাকেন মদন মিত্র। বর্তমান রাজনীতিতে যতই কাদা ছোড়াছুড়ি হোক না কেন, মাঝেমধ্যে এ ধরনের সৌজন্য-পর্বও নিঃসন্দেহে রসদ জোগায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here