শ্যামল রায়,কালনাঃ
মন্তেশ্বর থানা আর মাঝের গ্রামে এক রাত্রে পরপর পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার ঘটনাস্থলে মন্তেশ্বর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মন্তেশ্বর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে মাঝের গ্রামে বড় বড় পাঁচটি মন্দির রয়েছে।
বড় মা কালী মন্দির রামকৃষ্ণ মন্দির পরমানন্দ মন্দির শ্রীধর মন্দির ও কালী মন্দির।
এই সকল মন্দিরের পুরোহিতরা জানিয়েছে যে সিসিটিভি ক্যামেরা ভেঙে তালা ভেঙে দুষ্কৃতীরা মন্দিরে ঢোকে। দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে মায়ের শরীরে যা সোনার অলংকার গাহনা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে এবং প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে।পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় কমপক্ষে আট লক্ষ টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গিয়েছে।এক রাত্রে পরপর পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছেন।স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে দাবি করেছেন যে তারাও আতঙ্কের মধ্যে রয়েছে চুরির ঘটনাকে কেন্দ্র করে।পুলিশের কাছে আরও দাবি জানিয়েছেন যে রাতে টহল এবং দুষ্কৃতীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হোক তাহলেই এই ধরনের চুরির ঘটনা ঘটবে না, বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
মন্দিরের পুরোহিত দুর্গানন্দ সরস্বতী মহারাজ প্রমুখ জানিয়েছেন যে, শুক্রবার গভীর রাতে এই ধরনের চুরির ঘটনা ঘটেছে সকালবেলা মন্দিরে পুজো দিতে আসার পর চুরির ঘটনা নজরে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে যে,বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের ধরতে সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584