সুদীপ পাল,বর্ধমানঃ
টানা পাঁচ দিন শিবির করেছিল বর্ধমান পুরসভা। উদ্দেশ্য ছিল প্রতিটি ওয়ার্ডে সম্পত্তি-কর আদায়। অনেকেই ভেবেছিলেন, বর্ধমান পৌরসভার খরচের যা বহর তাতে এই ভাবে পৌরসভার আয় বাড়বে কিন্তু আদতে দেখা গেল পুরসভার ঘরে এসেছে মাত্র ১১ লক্ষ ৭৯ হাজার ২৩১ টাকা।
প্রায় ৫৫ হাজার সরকারি,বেসরকারি ও ব্যক্তিগত ভবন থেকে পুরসভার আয় হওয়ার কথা ১৪ কোটি টাকা।গত বছর পুরনো করে পুরসভার আয় হয়েছিল প্রায় ৫ কোটি ১৬ লক্ষ টাকা।এখন নতুন ব্যবস্থায় প্রতিটি ভবনেরই সম্পত্তি-কর বেড়েছে।কিন্তু প্রশ্ন উঠছে গত আর্থিক বছরের সম্পত্তি-কর ছোঁয়া যাবে কি?মনে করা হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বকেয়া এত বেশি যে তার ফলেই পুরসভার এই ঘাটতি।
আরও পড়ুনঃ বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে শহীদ স্মরণে মিছিল
যেমন সরকারি ভবন থেকে পুরসভা সম্পত্তি-কর আদায় হবে প্রায় ৪ কোটি ৯৫ লক্ষ টাকা।কিন্তু যার মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজেরই বকেয়া রয়েছে প্রায় এক কোটি ৪৩ লক্ষ টাকা। ১ কোটি ৬৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থার (বিডিএ)-এর। পুরসভার নির্বাহী বাস্তুকার অমিতকুমার গুহ এই শিবির করে পুরসভা সফল বলে মনে করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584