নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
করোনা আতঙ্কে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। তাই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় রাপিড কি,স্বাস্থ্য পরীক্ষা,স্যানিটাইজেশন ইত্যাদির মাধ্যমে চলছে করোনা মোকাবিলার চেষ্টা।
অপরদিকে দার্জিলিং জেলাকে রেড জোন ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। অপরদিকে এদিন থেকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া রুরাল হসপিটাল এবং ফাঁসিদেওয়া থানার যৌথ উদ্যোগে জাতীয় সড়কে শুরু হলো থার্মাল স্ক্রীনিং ক্যাম্প।
আরও পড়ুনঃ ৭মে থেকে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে বলে জানাল কেন্দ্র
এই ক্যাম্পে স্বাস্থ্যকর্মীরা রাস্তা দিয়ে যাতায়াতকারী প্রত্যেকটি গাড়ির চালক থেকে শুরু করে গাড়ির খালাসী। এমনকি জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী অন্যান্য গাড়ির মধ্যে থাকা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা। এবং তাদের মধ্য থেকে যদি কারো জ্বর বা কোনো রকম কোনো উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
এই বিষয়ে বিধান নগর জিপি ২ এর হেল্থ সুপারভাইজার জোষেন সোরেন বলেন যে আমরা জাতীয় সড়ক দিয়ে আসা সব গাড়ির চালক ও খালাসিকে চেক করছি। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের উপসর্গ দেখতে পাওয়া গেছে। এবং তাদের সমস্ত তথ্য নথিভুক্ত করছি। এর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584