নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

দুপুরে রায়গঞ্জ মহকুমায় তিনজনের করোনা পজিটিভ ধরা পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। যে তিনজনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের লক্ষণ পাওয়া গিয়েছে, তাদের দুজনের বাড়ি রায়গঞ্জ শহরের খুব দূরে না হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে পুরসভা এলাকাতেও।

শনিবার দুপুরের পর থেকেই শহরে জোর কদমে শুরু হয়েছে করোনা পরীক্ষার কাজ। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, আজ পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি ঘুরে ঘুরে স্বাস্থ্য পরীক্ষা করেছেন স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুনঃ করোনা উপসর্গের রোগীকে ফেরাল দুই হাসপাতাল, অ্যাম্বুলেন্সে মৃত্যু

প্রত্যেক বাসিন্দাদের ‘থার্মাল স্ক্রিনিং’ করা হয়েছে। তবে অযথা আতঙ্ক না ছড়িয়ে নিয়ম মেনে চলতে শহরবাসীকে অনুরোধ জানানো হয়েছে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584