শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
বাতাস ভরে উঠেছে শিউলির গন্ধে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার মাত্র আর কয়েকটা দিন বাকি। আর দূর্গা পূজাকে সুন্দর করে তুলতে রাজ্য জুড়ে মন্ডপ শিল্পী,মৃৎশিল্পী, আলোক শিল্পীদের শেষ মুহুর্তের ব্যস্ততা যতটা চরমে ঠিক ততটাই ব্যস্ত প্রতিমার গহনা হিসাবে ব্যাবহৃত শোলার শিল্পীরাও। অন্যান্য জায়গার মতই দক্ষিণ দিনাজপুর জেলার শোলা শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে লেগে পরেছে শেষ মুহুর্তের প্রস্তুতিতে।
জানা গেছে, অতীতে অনেকেই এই শিল্পের সাথে যুক্ত থাকলেও বর্তমানে কাঁচামালের মূল্যবৃদ্ধি, তাদের শিল্পের সঠিক মুল্য না পাওয়ায় ও কারিগরের অভাব সহ বেশ কিছু কারনে অনেকেই এই পেশা পরিবর্তন করেছেন।
আরও পড়ুনঃ ঐতিহ্যের পাশাপাশি রক্তদানের মধ্যে দিয়ে গোয়ালতোড়ের কোলে বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপুজো
বর্তমানে বালুরঘাট শহরের পাঁচ ছয়টি পরিবারই এই পেশার সাথে যুক্ত। যদিও তাদের এই শিল্পের কদর শুধু দক্ষিণ দিনাজপুর জেলায় নয় জেলা ছাড়িয়ে বিহার সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আছে। তাই এই শোল শিল্পীদের আবেদন সরকার যদি তার একটু সাহায্যে এগিয়ে আসে তবে তাদের শিল্প অনেকটাই বিকশিত হতে পারে এবং বাংলার এই প্রাচীন শিল্প বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584