দুর্যোগ উপেক্ষা করে বহরমপুরে শুরু হল দেশ বিদেশের নাট্যমেলা

0
91

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:ঝিপ ঝিপে বৃষ্টি দুপুর থেকে।বিকেলের দিকে তীব্রতা বৃদ্ধি পেল।হেমন্তের এই বিরক্তিকর নিম্নচাপের বৃষ্টি উপেক্ষা করেই নাট্যগোষ্ঠী ঋত্বিক আয়োজিত দেশ বিদেশের নাট্যমেলা উদ্বোধিত হল।

নিজস্ব চিত্র
উদ্বোধনী অনুষ্ঠান

যদিও প্রাকৃতিক দুর্যোগে অনুষ্ঠানের কিছু রদবদল করতে হয়,কিন্তু উৎসাহে এবং উদ্দীপনায় কোন খামতি ছিল না।ঋত্বিক আয়োজিত এই নাট্যমেলা এবার সতেরোতমবর্ষে পদার্পণ করল।
বহরমপুর রবীন্দ্রসদন পেক্ষাগৃহে এই নাট্যমেলার উদ্বোধন করেন অধ্যাপক সৌমিত্র বসু।আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক নাট্যগোষ্ঠীর প্রাণপুরুষ গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শ্রী অশোক মুখোপাধ্যায়ককে।

স্মরণিকা প্রকাশ করছেন মহকুমা শাসক

স্মরণিকা প্রকাশ করেন বহরমপুর সদর মহকুমা শাসক দিব্যনারায়ণ চট্টোপাধ্যায়।রাজস্থানে বাংলার শ্রমিকে নৃশংস হত্যাসহ মৌলবাদী শক্তির হাতে সাধারন নাগরিকের মৃত্যুর বিরুদ্ধে নিরবতা পালন করা হয়।বহরমপুর মহকুমা শাসক এই প্রতিবাদের কথা রাজস্থান সরকারের আধিকারিকে জানাবেন বলে তাঁর বক্তব্যে জানান।

নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়কে গৌতম রায়চৌধুরি স্মৃতিসম্মানেও সম্মানিত করা হচ্ছে

আজকের উদ্বোধনী নাটক ঋত্বিকের নবতম প্রযোজনা চম্পাবতী।জসিমুদ্দিনের নাটক থেকে সৈয়দ শামসুল হকের কাব্যগীতিনাট্য চম্পাবতী বিপ্লব দে’র নির্দেশনায় মঞ্চস্থ হল।

চম্পাবতী নাটক অনুষ্ঠিত হচ্ছে
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here