মনিরুল হক, কোচবিহারঃ
গত ১৫ই ফেব্রুয়ারি রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে আলমারি ভেঙে ১২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কোচবিহার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নামে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে দুই চোর সহ ৯ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।
তিনি বলেন, গত ১৫ তারিখ স্থানীয় ব্যবসায়ী অসীম শেখ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এই চুরির ঘটনার। তদন্ত শুরু হয়।ঘটনায় ব্যবসায়ী অসীম শেখের ভাইপো রানা শেখ এবং তার বন্ধু মোকসেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ হুঁশ ফেরাতে আলিপুরদুয়ারে হেলমেট পরাল পুলিশ
তাদের থেকে নয় লক্ষ টাকা উদ্ধার করেছে এবং সেইসাথে বেশকিছু সোনার অলংকার উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায় রয়েছে সেই তথ্য জানার জন্য তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতিকালে চুরির ঘটনায় মাত্র কয়েক ঘন্টায় এত বড় সাফল্য নজিরবিহীন বলে মনে করছে কোচবিহারবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584