নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের মধ্যে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের দুটি মন্দিরে একই সাথে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর হাইস্কুল পাড়া, ব্লক অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রান্তিক সংঘের দুটি মন্দির অবস্থিত। একটি বাসন্তী ও অন্যটি শনি মন্দির।
দুটি মন্দিরে লোহা দিয়ে দান পেটি তৈরি করা আছে। মন্দিরের সেবায়েত ও স্থানীয়রা দেখতে পান দুটি মন্দিরের দান পেটি মন্দির প্রাঙ্গণে নেই এবং মন্দিরের গেটের তালা ভাঙা রয়েছে।
আরও পড়ুনঃ আলু-চাল বিতরণের বিজ্ঞপ্তি পেতেই ডেপুটেশন শিক্ষকদের
স্থানীয় বাসিন্দারা মন্দিরের কর্মকর্তাদের খবর দেন। মন্দির থেকে কিছু দূরে একটি ধানক্ষেত থেকে ওই দান বাক্সর একটি উদ্ধার হয় ভাঙা অবস্থায়। অন্যটি শনি মন্দির সংলগ্ন মাঠে পাওয়া যায়। ওই মন্দিরের সেক্রেটারী সমর ভট্টাচার্য জানান, মন্দিরের সেবায়েত পুজো করতে আসলে মূল মন্দিরের ফটক তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
সঙ্গে সঙ্গে দুটি মন্দিরের দান পেটিও দেখতে পাওয়া যায় না। এলাকাবাসীরা খোঁজার পরে শনি মন্দিরের দান পেটি মন্দির সংলগ্ন মাঠেই পাওয়া যায়। অন্যটি কিছু দূরে ধান খেতে পাওয়া যায়। দুটোরই তালা ভাঙা ছিল। দান পেটি দুটোতে যে টাকা জমা ছিল তা সম্পূর্ণ খোয়া গেছে। দুটো দান পেটি মিলে প্রায় ১৫ হাজার টাকা অনুমান করছেন মন্দির কর্তৃপক্ষ। এ নিয়ে তারা থানায় অভিযোগও দায়ের করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584