জানেন কি?

0
199

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মুক্তির পথে অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি ‘এস ও এস কলকাতা’। ২১ অক্টোবর পুজোর আবহে আসছে এনা সাহা প্রযোজিত প্রথম বাংলা ছবি। আর প্রথম ছবির মুক্তির দিনেই বেশ চ্যালেঞ্জের মুখে ‘এস ও এস কলকাতা’।

SOS Kolkata | newsfront.co

কারণ ওইদিনই মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ড্রাকুলা স্যার’, ‘সাহেবের কাটলেট’ সহ আরও বেশ কয়েকটি ছবি। চ্যালেঞ্জ নিতে জানেন এনা।

 Ena Saha | newsfront.co

আর তাই সবাই যখন এই লকডাউনের আবহে ওটিটি-তে ছবি রিলিজ করানোর সিদ্ধান্তে অটুট তখন ছবি রেডি হয়ে গেলেও তা ওটিটি-তে আনতে চাননি এনা। সিদ্ধান্তে অচল থেকেছেন।

 Ena Saha | newsfront.co

বদ্ধ পরিকর ছিলেন যে ছবি আসবে প্রেক্ষাগৃহেই। আর সেটাই হতে চলেছে। এই অবধি অনেকেরই জানা ছিল। কিন্তু জানেন কি, এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্লে-ব্যাকও করেছেন এনা? আজ্ঞে হ্যাঁ। ঘটেছে এমনটাও। প্রযোজনা, অভিনয় এবং গান তিনদিকেই হাত রয়েছে তাঁর।

 Ena Saha | newsfront.co

ছবিতে তাঁর গাওয়া ‘ঠিক ভুল’ গানের সুরকার প্রতীক কুণ্ডু। গানের তালিম নেননি কখনও কারো কাছে। গাইতেন আপন মনেই। শুটিং চলাকালীন একদিন সেটে গুন গুন করে গান গাইছিলেন এনা। আর সেটা শুনে ফেলেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

আরও পড়ুনঃ ‘দেবীপক্ষে সন্ধি’ হবে সৃজন-মৌনীতার যুগলবন্দিতে

 Ena Saha | newsfront.co

 Ena Saha | newsfront.co

বলেন, চল তোকে দিয়ে গাওয়াব। আর ব্যস। হয়ে গেল স্বপ্নপূরণ। গানের প্রথাগত তালিম না নিলেও গান গাইতে ভালোবাসেন তিনি। মনে মনে এই ছবিতে গান গাওয়ারও ইচ্ছা ছিল অভিনেত্রী-প্রযোজক এনার। অবশেষে ইচ্ছাপূরণ করলেন অংশুমান প্রত্যুষ। এনা খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here