নির্মাণের পথে অনিন্দ্য ব্যানার্জির তৃতীয় অ্যান্টি লজিক ছবি ‘কভেট লেটার’

0
148

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘স্মাগ’, ‘ওয়াচমেকার’-এর পর নির্মাণের পথে ‘কভেট লেটার’। সবকিছুর পিছনেই একটা যুক্তি থাকতে হবে বা যুক্তি খাঁড়া করতে হবে এমন ধারণায় বিশ্বাসী নন অভিনেতা-পরিচালক অনিন্দ্য ব্যানার্জি। তাই পরপর দুটি অ্যান্টি লজিক ফিল্ম তৈরি করে ফেললেন তিনি। এবার নির্মাণের পথে তৃতীয়টি।

actor | newsfront.co

ছবিতে সেভাবে গল্প নেই। চিঠিরা এখানে কথা বলে। আর সেই চিঠির ভূমিকায় সাগ্নিক মুখার্জি। চিঠিরা কীভাবে কথা বলে, কে শোনে, কে উত্তর দেয় তা জানতে হলে ছবিটি দেখতে হবে। আগের দুটি ছবির মতো এই ছবিতেও রয়েছে ওয়াকার। সে হাঁটে আর প্রশ্ন করে কেবল। ওয়াকারের চরিত্রে শিশু শিল্পী ঐশিকা ব্যানার্জি।

aninda banerjee | newsfront.co

সম্প্রতি ছবির নাম প্রকাশের কারণে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রযোজনা সংস্থা ‘আ ফাউল মাউথ ফিল্মস’। সাংবাদিক সম্মেলনে এসে যুক্তি আর যুক্তিহীনতার নানা প্রসঙ্গ উঠে আসে পরিচালক অনিন্দ্যর কথায়। নিউজ ফ্রন্টের তরফে তাঁকে জিজ্ঞেস করা হয়, কেন দর্শক এই ছবিটা দেখবেন? অনিন্দ্য জানান- “আমি ছবি বানানো ছেড়ে দেব যেদিন সবাই হলে বসে শেষ অবধি আমার বানানো ছবি দেখবে।

covet letter team | newsfront.co

ওয়াচমেকার বানিয়েছিলাম। যে কটি জায়গায় স্ক্রিনিং হয়েছে, সব কটি জায়গা থেকে ৩০ শতাংশ মানুষ আসন ছেড়ে উঠে গেছেন। ওখানেই আমার সাফল্য।” ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন পৃথা সেনগুপ্ত, সাগ্নিক মুখার্জি, ঐশিকা ব্যানার্জি, অর্পিতা চ্যাটার্জি, পম্পা ব্যানার্জি প্রমুখ। এই ছবিতে মিউজিকের একটি দারুণ ভূমিকা রয়েছে। সঙ্গীত পরিচালনায় চিরন্তন ব্যানার্জি এবং ব্রিটিশ সুরকার পিটার ডি মনসি-কোনেগ্লিয়ানো।

আরও পড়ুনঃ ‘ইফি’র ‘বেস্ট ডেবিউটেন্ট ডিরেক্টর সেকসন’-এ বাংলার অন্যতম প্রতিযোগী অরিত্র মুখার্জি

ডি ও পি রাজা ব্যানার্জি। ছবিতে র‍্যাপ করেছেন অর্ণব চক্রবর্তী। এক্সিকিউটিভ প্রোডিউসারের দায়িত্ব পালন করেছেন পম্পা ব্যানার্জি। সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি হাজির ছিলেন পিটার ডি মনসি-কোনেগ্লিয়ানো।আ ফাউল মাউথ ফিল্মস’-এর এক্সিকিউটিভ প্রোডিউসার পম্পা ব্যানার্জি জানান- “মজা পেতে হলে এই ছবি না দেখাই ভাল৷”

পৃথা জানান- “এই প্রথম কোনও একটা কাজ করছি যেটা করা হয়ে যাওয়ার পর বুঝব আমি কী করলাম আসলে। এখনও জানি না আমাকে কী করতে হবে চরিত্রটার জন্য।”

আরও পড়ুনঃ ‘প্রতিদ্বন্দ্বী’র মুক্তি

‘আ ফাউল মাউথ ফিল্মস’-এর ব্যানারে চন্দ্রজিৎ চ্যাটার্জি প্রযোজিত এই ছবিটিকে হলে রিলিজের ব্যাপারে উদাসীন পরিচালক। বরং যারা ফিল্ম নিয়ে পড়াশুনা করছে তাদের দেখাতেই বেশি আগ্রহী তিনি। তাই বিভিন্ন ইন্সটিটিউশন, কলেজ, ইউনিভার্সিটিতে এই ছবি দেখাতে চান তিনি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here