নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা যুদ্ধে জিততেই হবে তাঁদের। তাই পথে না বেরিয়ে ঘরবন্দি তাঁরা। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে বেড়েছে লকডাউনের সময়সীমা । তাই নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া বন্ধ রয়েছে সমস্ত দোকান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যানবাহন।
আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গিয়েছে । পাশাপাশি বাড়ছে আর্থিক সংকট । তবুও করোনা মোকাবিলায় সরকারি সব নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছেন রায়গঞ্জের কাশীবাটি এলাকায় প্রায় ৫০ জন বৃহন্নলার।
আরও পড়ুনঃ অভিনব পদ্ধতিতে জন সচেতনতা প্রচার বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের
বছরের অন্যান্য সময়ে পথে ঘাটে ঘুরে কিংবা নবজাতদের আশীর্বাদের বিনিময়ে অর্থ উপার্জন করে থাকেন তাঁরা । এতদিন তাদের হাতে যে সঞ্চিত অর্থ ছিল এই লকডাউনে তাও প্রায় শেষের পথে। ফলে আবারও লকডাউনের সময় বেড়ে যাওয়ায় দু’বেলা খাবারের সংকট দেখা দিতে পারে বলে আশংকা করছেন তাঁরা ।
যদিও সরকারিভাবে এখনও তাঁদের কাছে পৌঁছায়নি কোনও ত্রাণ। এমনকি মাঝে মধ্যে কিছু সহৃদয় মানুষ তাঁদের চাল, ডাল, আলু দিয়ে সাহায্য করে যাচ্ছেন । সেই দিয়েই কোনওক্রমে চলছে তাঁদের সংসার।
এদিন বৃহন্নলাদের মধ্যে একজন বলেন, ” আমরা রাস্তায় ঘুরে বেরিয়ে কিছু পয়সা পেতাম । এখনও নবজাতকদের উদ্দেশ্যে গান করার জন্য ডাক পাচ্ছি । গেলে দুটো পয়সা আসত ঠিকই । কিন্তু এই সময় করোনা মোকাবিলায় সরকারের পাশে সব সময় রয়েছি। সরকারের সব নির্দেশ মেনে চলছি। করোনা বিপক্ষে দাঁড়িয়ে এই যুদ্ধ জিততেই হবে আমাদের”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584