তৃতীয় দফায় রাজ্যের পাঁচ আসনের চারটিতে চতুর্মুখী লড়াই

0
96

নিউজডেস্ক,নিউজফ্রন্টঃ

রাত পোহালেই লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ শুরু।

পশ্চিমবঙ্গের বালুরঘাট,উত্তর মালদহ,দক্ষিণ মালদহ,জঙ্গিপুর ও মুর্শিদাবাদে এই পাঁচকেন্দ্রে ভোট গ্রহণ।

Third phase of loksabha election five seats will see a four-cornered contest
ছবিঃ প্রতীকী

পাঁচটি আসনের জন্য চতুর্মুখী লড়াই হবে বলেই মত রাজনৈতিক মহলের।

তৃণমূল,কংগ্রেস,বিজেপি ও বামফ্রন্ট এর মধ্যে এই লড়াই হবে।মোট ৮০ লক্ষ ২৩ হাজার ৮৫২ জন ভোটার নির্বাচিত করবেন ৬১জন প্রার্থীর মধ্যে থেকে।

বালুরঘাটে তৃণমূলের অর্পিতা ঘোষ লড়বেন বিজেপির সুকান্ত মজুমদারের বিরুদ্ধে,জাতীয় কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রার্থী সাদিক সরকার বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে আরএসপির রণেন বর্মণ।

উত্তর মালদহে,তৃণমূল প্রার্থী জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর।এই কেন্দ্রে বিজেপির প্রার্থী খগেন মুর্মু যিনি সিপিএম বিধায়ক ছিলেন এবং কংগ্রেসের ঈসা খান চৌধুরী এবং সিপিআইএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ।

মালদহ দক্ষিনের তৃণমূলের প্রার্থী মোয়াজ্জেম হোসেন ও বিজেপির শ্রীরুপা মিত্র চৌধুরীর মধ্যে লড়াই হবে বলে জানা যায়।যদিও কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীও বেশ ভারী অবস্থান রাখছেন বলে মত অনেকের।এই কেন্দ্রে বামফ্রন্ট কোন প্রার্থী দেয় নি।

জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খলিলুল রহমান ও কংগ্রেসের অভিজিৎ মুখার্জির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানা যায়।অন্যদিকে বিজেপির প্রার্থী মাফুজা খাতুন ও সিপিআই(এম)-এর জুলফিকার আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খান তৃণমূলের প্রার্থী।তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হুমায়ুন কবির কংগ্রেসের আবু হেনা ও বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম)-এর প্রার্থী এবং এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ বদরুদজ্জা খান।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয় দফার ভোটের জন্য এই পাঁচটি লোকসভা কেন্দ্রে মোট ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে যা মোট বুথের ৯২% এই পৌঁছে গেছে।শান্তিপূর্ণ এবং স্বাভাবিক ভোট করতে এই উদ্যোগ প্রশাসনের।

বালুরঘাটে ১৫৩০ টি ইতিমধ্যেই ভোট কর্মীরা পৌঁছে গেছেন।১৭১৩ টি বুথ মালদহ উত্তর এবং
১৬১৬ টি বুথ মালদহ দক্ষিণ,১৭৬২ টি জঙ্গিপুর এবং ১৯০৭ টি বুথ মুর্শিদাবাদ কেন্দ্রে রয়েছে।

আরও পড়ুনঃ তৃতীয় দফার লোকসভা নির্বাচনে মালদহ জেলার নির্বাচনী পরিসংখ্যান

এই লোকসভা নির্বাচনে প্রতি পোলিং বুথে বিশেষ লক্ষ্য থাকছে প্রশাসনের।এই প্রথম ভিভিপ্যাট ব্যবহার হচ্ছে ইভিএম এবং ইসি র সাথে।শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতিতে প্রশাসন তৎপর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here