কিষাণ ক্ষেতমজদুরদের নিয়ে তৃতীয় রাজ্য সম্মেলন

0
106

বাবু হক,হাওড়াঃ

নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে,৪ঠা ফেব্রুয়ারি সোমবার বেলা এগারোটা থেকে,কলকাতা নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের তৃতীয় রাজ‍্য সম্মেলন ঘিরে সারা রাজ্যের গ্রাম থেকে গ্রামান্তরে প্রচার প্রস্তুতি চলছে পুরোদমে বলে জানান পশ্চিম বঙ্গ কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের রাজ‍্য সাধারণ সম্পাদক অসীম সিকদার।জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষক ক্ষেতমজুরদের ঐক‍্যবদ্ধ করতে,উন্নত ঐক‍্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকার নিয়ে কৃষক ও ক্ষেতমজদুরদের সার্বিক উন্নয়নের স্বার্থে,পশ্চিম বঙ্গ কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের তৃতীয় রাজ‍্য সম্মেলন অনুষ্ঠিত হবে,আর এই সম্মেলন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জননেত্রী তথা মা মাটি মানুষের সরকারের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,এছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব,বিভিন্ন স্থানের এম এল এ,সাংসদ,রাজ‍্যের মন্ত্রী।আজ একথা জানান পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না।

আরও পড়ুনঃ খড়গপুর থেকে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইউনিট-এর যাত্রা শুরু

রাজ‍্যের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কৃষক ক্ষেতমজুর প্রতিনিধি তৃতীয় রাজ‍্য সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এই সম্মেলন ঘিরে উন্মাদনা উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে সারা রাজ্যে বলে জানা গেছে।দূরের জেলার প্রতিনিধিরা আজকে রাতে কলকাতায় পৌঁছাবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here