নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে ১৩ জনের শরীরে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে। মালদহ জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই ১৩টি পজিটিভ রিপোর্টের মধ্যে ৮ জনের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। বাকি ৫ আক্রান্তদের দ্বিতীয় দফার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবার রাতে মালদহ মেডিক্যাল কলেজের ভিআরএল ল্যাব থেকে মোট ৯২৯টি লালার নমুনা রিপোর্ট আসে। তার মধ্যে ১৫টি রিপোর্ট পজিটিভ ও ৯১৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আমপানের তান্ডবে বিধস্ত হুগলি
সব মিলিয়ে মালদা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। মালদহ জেলায় করোনা সংক্রমণের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে যথেষ্ট উদ্বেগে জেলা প্রশাসন। যদিও এর মধ্যে ১৩ জন ইতিমধ্যেই সুস্থও হয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584