নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের একটি ঐতিহ্যবাহী পারিবারিক লক্ষ্মী পূজা হলো শহরের কর্ণেলগোলায় অবস্থিত সিংহ বাড়ীর লক্ষ্মী পূজা। সিংহ পরিবারের বর্ষীয়ান সদস্য অজয় সিংহ জানালেন তাঁর বাবা মদন মোহন ১৯৭৯ সালে স্থায়ী মন্দির তৈরি করে এই পূজা শুরু করেন।
১৯৭৯ সালে এই মন্দির ও পূজার উদ্বোধন করেন তৎকালীন বঙ্গীয় কবি পরিষদের রাজ্য সম্পাদক হেমন্ত বন্দ্যোপাধ্যায়,উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশকাত্মা নন্দ সহ আরো অনেকে।এই স্থায়ী মন্দিরে জাঁকজমকপূর্ণ ভাবে চারদিন ধরে লক্ষ্মী পূজা চলে।পারিবারিক পূজা হলেও ভীড় জমান বহু মানুষ।এছাড়া এই মন্দিরে সারা বছর ধরে লক্ষ্মী দেবীর নিত্য আরাধনা চলে।শ্বশুরবাড়ি ঝাড়গ্রাম থেকে বাবার বাড়ির লক্ষ্মী পূজায় যোগ দিতে মেদিনীপুরে আসা মৌমিতা সিংহ জানালেন, তাঁদের বাড়ির ভাই-বোনেরা সবাই যে যেখানে থাকুন না কেন,লক্ষ্মী পূজার এই চারটি দিন তাঁরা সবাই মেদিনীপুরের বাড়িতে আসেন।উল্লেখ্য সিংহ বাড়ীর এই স্থায়ী লক্ষ্মী মন্দির মেদিনীপুর শহরের প্রথম স্থায়ী লক্ষ্মী মন্দির।এই মন্দির প্রতিষ্ঠার আগে অবশ্য সিংহদের উদ্যোগে ১৯৬৪ সাল থেকে পূজা শুরু হয়েছিল।
আরও পড়ুনঃ ধনের অধিষ্ঠাত্রী দেবীর পূজা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584