নিজস্ব সংবাদদাতা ,আলিপুরদুয়ারঃ
৩১ ফুটের কালী প্রতিমার পুজো হচ্ছে অসম-বাংলা সীমান্তের বারবিশা বিবেকানন্দ ক্লাবে। এই পুজোকে কেন্দ্র করে এ বছরও হচ্ছে ১১ দিনের মেলা। বারবিশা বিবেকানন্দ ক্লাবে প্রথমে সাত ফুট কালী প্রতিমা দিয়ে পুজো শুরু হয়। তারপর থেকে প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়ছে। অসম-বাংলা সীমান্তের বারবিশা বিবেকানন্দ ক্লাবের কালী পুজো ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
৩১ ফুট উচ্চতার প্রতিমা ছাড়াও প্যান্ডেল জুড়ে থাকছে নানা চমক। লাইভ স্ট্যাচুর মাধ্যমে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, ‘কন্যাশ্রী’-সহ বিভিন্ন সরকারি প্রকল্প তুলে ধরা হবে। এছাড়া প্রতিদিন মুক্ত মঞ্চে থাকবে যাত্রা গান, পদাবলি, জারিগান, কবিগান, বিহুনাচ, ছৌ-নাচ, আদিবাসী ও লোক-সংগীতের আসর। ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়েছে নদীয়ার বাউল সম্প্রদায় গোলাম ফকির থাকছেন অনুষ্ঠানে । চন্দননগরের শিল্পীরা এখানে আলোকসজ্জার দায়িত্বে আছেন। প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। লক্ষ্মী পুজার পরদিন থেকে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছে। ১৪ জন শিল্পী কাজ করে চলেছেন জোরকদমে- মাটি, পাটকাঠি, খড়, বাঁশ, কাঠ, সূতলি ও কাপড় দিয়ে এই প্রতিমা নির্মাণ করছেন তাঁরা।
আরও পড়ুনঃ পাঁচশো বছরের অটুট বিশ্বাসে কালী পুজোর রেওয়াজ অব্যাহত ঘোষ বাড়িতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584