মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ
“বোকা মানুষ ধরো বই,বই হলো হাতিয়ার।”
হ্যাঁ সত্যিই বই এখন সবচেয়ে বড়ো হাতিয়ার হয়ে উঠেছে লালগোলা নামক প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছে।পিছিয়ে পরা মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এই গ্রামের মানুষরা হয়ে উঠেছেন বই প্রেমী।একটি বই যে মানুষকে গড়ে তুলতে পারে সমাজের প্রকৃত নাগরিক তা বুঝিয়েদিচ্ছেন সমগ্র লালগোলার বইপ্রেমী মানুষ।এবারে পঞ্চম বছরে পদার্পন করলো এই বইমেলা।
বইমেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাস জানান বিগত পাঁচ বছর ধরে চলে আসছে এই মেলাl আর এতে স্থানীয় লালগোলাবাসী তো বটেই তার সংলগ্ন এলাকা বাসীরাও এসে বই কিনছেন ও পড়ছেন।দেখতে আসছেন কলকাতা বাসী রাও।এই বইমেলা এবার ড: সাধনকৃষ্ণ ব্যানার্জী ও ড: ইয়াসিন আলীর নামে মঞ্চস্থ হচ্ছে যার উদ্যোগে রয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।যা শুরু হয়েছে ২৮ ডিসেম্বর থেকে এবং চলবে ২ জানুয়ারি পর্যন্ত।এবারের এই বইমেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ।সহ সভাপতি যদুরাম ঘোষ, জানান গত বছর সারে পাঁচলক্ষ টাকার বই বিক্রি হয়েছিলো,এ বছর তা আরও বাড়বে বলে আশা করছেন প্রত্যেকেই।প্রত্যহ সন্ধ্যায় ‘লালগোলা নাট্যএকাডেমি’,’পারিজাত’ এর মতো সংস্থার উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।আর লালগোলার আমজনতা চাইছে এই সন্ধ্যার শেষ যেন না হয়,বারবার হোক বইমেলা,বাড়ুক বইপ্রেমীর সংখ্যাও।
আরও পড়ুন: অন্য বনভোজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584