স্পোর্টস ডেস্কঃ অলিভিয়ারের পেসে কাবু হয়েও লড়াইয়ে ফিরল পাকিস্তান।
সবার নজর ছিল ডেল স্টেইনের রেকর্ডের দিকে। সেটা হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। ম্যাচের সপ্তম ওভারের প্রথম বলেই ফকর জামানের উইকেট তুলে নিয়ে শন পোলককে(৪২১ উইকেট)টপকে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হলেন ডেল স্টেইন(৪২২ উইকেট)।কিন্তু তারপরেই ম্যাচের রাশ কেড়ে নিলেন এমন একজন যার আজ খেলার কথাই ছিল না যদি লুঙ্গি এনগিডি ও ফিলান্ডার থাকতেন। ডুয়ান অলিভিয়ার, একাই তুলে নিলেন পাকিস্তানের ৬টি উইকেট। ফলে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অলিভিয়ার ১৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম (৭১)।
জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। প্রথম টেস্টের প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১২৭। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে অপরাজিত আছেন বাভুমা। পাকিস্তানের হয়ে মহম্মদ আমির ও শাহিন আফ্রিদি ২টি করে উইকেট তুলে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584