হরষিত সিং,মালদহঃ- পাচারের পথে উদ্ধার হল প্রায় হাজার খানেক কচ্ছপ। সেই সঙ্গে পুলিশ এক মহিলা সমেত দুজনকে আটক করেছে। সোমবার সকালে এই সাফল্য পেয়েছে ইংলিশবাজার থানার রথবাড়ি ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিক্যাল কলেজের সামনে ফরক্কা এক্সপ্রেস ট্রেন থেকে কচ্ছপগুলি নামিয়ে একটি ম্যাটাডোর ভ্যানে তোলা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় মালদার রথবাড়ি ফাঁড়ির পুলিশ। কচ্ছপ ভর্তি ৪১ টি বস্তা বাজেয়াপ্ত করা হয়। প্রতিটি বস্তায় অন্তত ৩০-৪০ টি করে কচ্ছপ ছিল। একই সঙ্গে প্রায় হাজারের বেশি কচ্ছপ উদ্ধারের ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। মালদহ জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ অনুপ সিং জানান, “উত্তর প্রদেশ থেকে কচ্ছপগুলি ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে করে আনা হয়েছিল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাজারে নিয়ে যাওয়া হত কচ্ছপগুলি। পাচারকারী এক মহিলা ও ম্যাটাডোর ভ্যানের চালককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটক মহিলার বাড়ি উত্তর প্রদেশের সুলতান নগর এলাকায়। কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রক্রিয়া শুরু করেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584