নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা টিকা বাধ্যতামূলক করার যে নীতি তা প্রত্যাহার করে নিতে হবে ও তুলে নিতে হবে যাবতীয় কোভিড বিধি নিষেধ। এই দাবিতে উত্তাল কানাডা। আন্দোলনের কেন্দ্র একেবারে প্রধানমন্ত্রী ট্রুডোর বাসভবন রিডিউ কটেজ থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। পরিস্থিতি বেগতিক দেখে সপরিবারে আত্মগোপন করে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
জানা গিয়েছে, ওটাওয়ার ওন্টারিওতে পার্লামেন্ট হিলের সামনে জমায়েত হন প্রতিবাদীরা। তাঁদের দাবি, করোনা সংক্রান্ত যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সরকারের অন্যান্য সরকারি নীতির বিরোধিতা শুরু করেছেন তাঁরা। আন্দোলনকারীদের বড় অংশ ট্রাক চালক। তাঁরা খালি পায়েই দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে, আন্দোলনকারীদের সমর্থনে জমায়েত হয়েছেন সাধারণ মানুষও। বিক্ষোভে যাতে কোন রকম হিংসা না তৈরি হয় সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ।
আরও পড়ুনঃ পেগাস্যাস মামলায় ফের তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইনজীবী এমএল শর্মা
পাশাপাশি আন্দোলনকারীরাও জানিয়েছেন তাঁরা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন চালিয়ে যেতে চান। সবাইকে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের হাতে রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড। ‘মেক কানাডা গ্রেট এগেইন’, ‘উই আর হিয়ার ফর আওয়ার ফ্রিডম’, ‘ফাইট ফর ফ্রিডম’- এমনই স্লোগান লেখা রয়েছে সেগুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584