বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো কন্যাশ্রী মিনি ম্যারাথন। এদিন সূর্য সেন কলেজ এর পরিচালনায় ও পর্যটন দপ্তরের সহযোগিতায় এই ম্যারাথন দৌঁড়ের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ভেনাস মোড় থেকে এই ম্যারাথন দৌঁড়ের পতাকা নেড়ে সূচনা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরাও।
এই কন্যাশ্রী মিনি ম্যারাথনে দৌঁড়ে অংশ গ্রহণ করেন বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীরা। এদিন সকালে সাতটা থেকে শুরু হয় এই ম্যারাথন। এবং শেষ হয় সূর্যসেন কলেজ প্রাঙ্গণে প্রায় পাঁচ কিলোমিটার ঘুর পথে। সব শেষে এদিন রাজ্যের পর্যটনমন্ত্রী বলেন যে কন্যাশ্রী প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। যার মাধ্যমে নারী শিক্ষার প্রসার ও নারীদের উদ্বুদ্ধ করতে এগিয়ে নিয়ে যাওয়া। যে প্রকল্পে পঞ্চাশ লক্ষ কন্যা উপকৃত হয়েছে। আজকে সূর্য সেন কলেজ তারা উদ্যোগ নিয়েছেন যে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কন্যাশ্রীর কন্যারা স্বপ্নের উড়ান নিয়ে নিদিষ্ট লক্ষ্যে তারা আজকে ম্যারাথনে পৌঁছবে। কিন্তু এটার একটা প্রতিকি বিষয় আছে সেই বিষয়টি হচ্ছে বাংলার কন্যাশ্রী মেয়েরা আগামী দিনে ভারত এবং বিশ্ব জয় করবে। তাদের উৎসাহ দিতেই এই অনুষ্ঠান।
আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে বিদ্যালয়ে কোচিং সেন্টার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584