পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি মালতীর

0
124

মনিরুল হক, কোচবিহারঃ

রাজনৈতিক জমি দখলের লড়াইকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে কোচবিহার জেলার রাজনীতি। লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ফের নানা কর্মসূচীর মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ করে হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। এই অবস্থায় রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে জেলার গ্রাম গ্রামান্তরে।

Malati Rava at the hospital to see injured BJP workers | newsfront.co
আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে মালতী রাভা। নিজস্ব চিত্র

অভিযোগ মঙ্গলবার রাতে তুফানগঞ্জ শহরে তৃণমূল কার্যালয় ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। এতে উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। এর পরেই চলে পুলিশি অভিযান। অভিযোগ সেই সময়ে পুলিশ পোস্টঅফিস এলাকায় জড়ো হয়ে থাকা কর্মীদের উপর লাঠি চার্জ করে। ঘটনায় তিন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ।

Malati Rava at the hospital to see injured BJP workers 2 | newsfront.co
নিজস্ব চিত্র

এই ঘটনার প্রতিবাদে বুধবার তুফানগঞ্জ মহকুমা শাসককে স্মারকপত্র দেয় বিজেপি। বিজেপি নেতা উৎপল দাস বলেন, ‘তৃণমূল নেতাদের নির্দেশে পুলিশ এবং প্রশাসন বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে।’ নবান্নের নির্দেশেই এই আচরণ পুলিশ করছে বলে অভিযোগ বিজেপি নেতাদের।

শুধু শারীরিক আক্রমণই নয়, শতাধিক বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বিজেপি কর্মীরা সঙ্ঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখায় সেখানে। আহত বিজেপি কর্মীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার বিজেপি নেতা প্রভাত বসাককে কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে বুধবার আহত নেতা কর্মীদের দেখতে যান বিজেপির জেলা নেতৃত্ব।

আরও পড়ুনঃ মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

এপ্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভা নেত্রী মালতী রাভা বলেন, ‘আমরা দুঃখজনক ভাবে লক্ষ করছি এই জেলার পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তাই তাদের বিরুদ্ধে এবার শুধু আন্দোলন নয় আইনি পথেও যাব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here