নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এবার পাল্টা প্রতিরোধের পথে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।জঙ্গলমহলে লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর আক্রান্ত দলীয় কর্মী দখল হয়ে যাচ্ছে দলীয় কার্যালয়।এক ভয়ের বাতাবরণ তৈরি হয় সমগ্র জঙ্গলমহল জুড়ে।দলনেত্রীর নির্দেশে এবার সেই অরাজকতা রুখতে পথে নামলেন রাজ্য পরিবহন ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের পাঁচখুরি, আনন্দপুর,মণ্ডল কুপি , চন্দ্রকোনা রোড এর গুইয়াদহতে আসেন।
শুভেন্দু এদিন গুইয়াদহ তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন,সিপিএমের লোকেরা বিজেপিকে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকা দখলের রাজনীতি করছে. ২০১১ সালের নন্দীগ্রামের লাশ কুড়িয়েছি।আপনাদের এলাকার তাবড় সিপিএম নেতা সুশান্ত ঘোষকে জব্দ করেছি।সিপিএমের লোকেরা বিজেপিকে সঙ্গে নিয়ে আমাদের পার্টি অফিস এলাকা দখল করছে।আমরা এই জিনিস বরদাশ্ত করব না।ওরা যদি মনে করে দখলের রাজনীতি করবে,কি করে পুনর্দখল করতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে।”
সংখ্যালঘু মানুষকে যেভাবে চন্দ্রকোনা রোডে গড়বেতা বাজারে আক্রমণ করছে তাতে আমি আপনাদের কৃতজ্ঞ যে,আপনারা সংযত থেকেছেন।বিজেপির পান্তা ফাঁদে পা দেননি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছেন।
আদিবাসী ও তপশিলি জাতির মানুষের উপর আক্রমণ করেছে বিজেপি। আপনারা শুনে রাখুন, পশ্চিমবাংলায় বিজেপি জেতেনি তৃণমূল জিতেছে। ভোটের শতাংশের হিসাবে আমাদের ভোট বিজেপি থেকে পাঁচ শতাংশ বেড়েছে।বিধানসভার নিরিখে আমরা ১৬১ টি বিধানসভায় ভোটে এগিয়ে আছি।বিধানসভা নির্বাচনেএখনো ২৪ মাস বাকি আছে।শুনে নিন বিজেপির পুরনো হার্মাদ,লাল জামা খুলে গেরুয়া জামা পরা লোকেরা,এখনও মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি,তিনি পুলিশ মন্ত্রী আমরাও ছেড়ে কথা বলবো না।যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছেন ব্যবস্থা হবে।আমার বাড়ি থেকে এখানে আসতে দু ঘন্টা সময় লাগে এর আগে আমিও নেতাই গ্রামে লাশ কুড়িয়েছি। এগারো সালে আমাকে সিপিএম নেতা তপন ঘোষ ও শুকুর আলী বলেছিল শুভেন্দু অধিকারী গড়বেতা ঢুকলে পা কেটে দেবো আমি চন্দ্রকোনা রোড মাঠে সভা করে বুঝিয়ে দিয়েছি।এগারো সালে সিপিএমের হার্মাদ ও মাওবাদীদের কিভাবে হটিয়ে ছিলাম আপনারা সেটা জানেন।এবারেও প্রয়োজন হলে তাই করবো।
বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী শালবনী থেকে মন্ডল কুপি পদযাত্রা করবেন বলে জানান।এদিন শালবনির যে সমস্ত তৃণমূল কর্মীর বাড়ির উপর ভাঙচুর করা হয়েছে, সেই সব বাড়িগুলি পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ বিজেপি আয়োজিত পিকনিকে আক্রমণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
এছাড়াও সেইসব আক্রান্ত তৃণমূল কর্মীর সাথে দেখা করেন।
শুভেন্দু অধিকারীর সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, নির্মল ঘোষ,জেলা যুব নেতা প্রসেনজিৎ চক্রবর্তী, মানস ভুঁইয়া,উত্তরা সিংহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584